ইন্টারনেট
হোম / বিনোদন / বিস্তারিত
ADS

কাশিমপুর কারাগারে নায়িকা পরীমনি

14 August 2021, 11:28:08

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা শামসুন্নাহার স্মৃতি ওরফে পরীমনিকে গাজীপুরের কাশিমপুর কারাগারে আনা হয়েছে। তাকে গতকাল শুক্রবার একটি প্রিজন ভ্যানে সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে কাশিমপুর আনা হয়েছে।

কাশিমপুর মহিলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার সুপার আব্দুল জলিল পরিমনিকে কারাগারে আনার বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে দুই দফায় ছয়দিনের রিমান্ড শেষে বেলা ১১টা ৪০ মিনিটে পরীমনিকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক গোলাম মোস্তফা।

পরীমনির জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আদেশের পর তাকে প্রিজন ভ্যানে করে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার নেয়া হয়।

এদিকে কাশিমপুর আনার সংবাদে তাকে দেখতে হাজার হাজার উৎসুক জনতা ও পরিমনির ভক্তরা কাশিমপুর কেন্দ্রীয় কারা গেইটে এসে অবস্থান নেয়।

উল্লেখ্য, গত ৪ আগস্ট বিকেলে পরীমণির বনানীর বাসায় অভিযান চালায় র‍্যাবের গোয়েন্দা দলের সদস্যরা। প্রায় ৪ ঘণ্টার অভিযান শেষে রাত ৮টার দিকে তাকে আটক করে র‌্যাব সদর দফতরে নিয়ে যাওয়া হয়। এ সময় তার বাসা থেকে বিপুল পরিমাণ মাদক জব্দ করার কথা জানায় র‌্যাব।

এ ঘটনায় পরের দিন পরীমণির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে র‌্যাব বাদী হয়ে মামলা করে।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: