ইন্টারনেট
হোম / বিনোদন / বিস্তারিত
ADS

রাজনীতিতে নামছেন শুভশ্রী!

19 March 2021, 9:13:49

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন উপলক্ষে রাজনীতিতে সরব হচ্ছেন টলিউড তারকারা। এরই মধ্যে তৃণমূল কংগ্রেসের হয়ে ভোটের টিকিট পেয়েছেন পরিচালক রাজ চক্রবর্তী। এবার শোনা যাচ্ছে, রাজের পথে পা বাড়াতে পারেন তার স্ত্রী অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী।

শুভশ্রীর রাজনীতিতে আসা প্রসঙ্গে রাজ ভারতীয় গণমাধ্যমকে বলেন, ‘বিজেপিতে যোগ দেওয়ার কোনো ইচ্ছা নেই শুভশ্রীর। ও রাজনীতি নিয়ে খুব একটা মাথা ঘামায় না। তবে দিদিকে (মমতা ব্যানার্জী) খুব ভালোবাসে। ও জানে বাংলার উন্নয়ন কে করেছে। তবে বিজেপি কিংবা সিপিএমে ওকে দেখার সম্ভাবনা নেই।’

মা ও প্রেমিকাকে তৃণমূলে রেখে বিজেপিতে যোগ দিয়েছেন অভিনেতা বনি সেনগুপ্ত। তার এ সিদ্ধান্ত ভুল বলে উল্লেখ করেছেন রাজ। তিনি বলেন, ‘মা আর গার্লফ্রেন্ড যেখানে একটা দলে সেখানে ও অন্য দলে চলে গেল অদ্ভুতভাবে। কোনো দলই আর ওকে বিশ্বাস করতে পারবে না। আমার মতে এটা ভুল সিদ্ধান্ত।’

এবারের বিধানসভা নির্বাচনে বারাকপুর কেন্দ্রে প্রার্থী করা হয়েছে রাজ চক্রবর্তীকে। প্রার্থী ঘোষণার পর নিজ কেন্দ্রে ব্যাপক জনসংযোগ করছেন এ নির্মাতা। বিপুল ভোটে জয়ী হয়ে বারাকপুর কেন্দ্রটি মমতা ব্যানার্জীকে উপহার দিতে চান রাজ।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: