![ADS](https://www.protichhobi.com/wp-content/uploads/2021/02/Dhaka-Bazar-24-online-shop-in-Bangladesh.gif)
বিদায় নিলেন দ্য রক
27 July 2021, 9:38:38
![](https://www.protichhobi.com/wp-content/uploads/2021/07/image-446545-1627276175.jpg)
রেসলিংয়ের দুনিয়া ছেড়ে অভিনয়ের খাতায় বেশ আগেই নাম লিখিয়েছেন দ্য রকখ্যাত রেসলার ডোয়াইন জনসন। রুপালি পর্দায়ও নিজের প্রতিভার ঝলক দেখিয়েছেন। এবার তার ভক্তদের জন্য দুঃসংবাদ। জনপ্রিয় সিরিজ ছবি ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’-এ আর দেখা যাবে না তাকে। ২০১১ সাল থেকে সিরিজের পঞ্চম ছবি দিয়ে যাত্রা শুরু করেন রক।
তিনি বলেছেন, ‘আমি এ ফ্র্যাঞ্চাইজি থেকে বিদায় নিচ্ছি। তবে তাদের দশম এবং এগারোতম কিস্তির জন্য শুভকামনা জানাই। যদিও সেগুলো আমাকে ছাড়াই হবে।’ সিরিজের নবম কিস্তি কিছুদিন আগে মুক্তি পেয়েছে।
![ADS](https://www.protichhobi.com/wp-content/uploads/2021/03/protichhobi-job.gif)
![ADS](https://www.protichhobi.com/wp-content/uploads/2021/03/aain-upodestha-kendro.gif)
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Comments: