জনপ্রিয় অভিনেত্রী জয়ন্তী আর নেই
দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় প্রবীণ অভিনেত্রী জয়ন্তী আর নেই।
সোমবার তিনি বেঙ্গালুরুতে নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
জয়ন্তীর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার ছেলে কৃষ্ণ কুমার।
ব্যাঙ্গালোর টাইমসের বরাতে বলিউড বাবল জানিয়েছে, বার্ধক্যজনিত কারণে অভিনেত্রীর মৃত্যু হয়েছে। জয়ন্তীর বয়স হয়েছিল ৭৬ বছর।
জয়ন্তী ৫০০টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন। এর মধ্যে কিছু হিন্দি সিনেমা রয়েছে।
অভিনয়ে প্রবেশের আগে তিনি নৃত্যশিল্পী ছিলেন। ১৯৬৩ সালে ‘জেনু গুডু’ দিয়ে কন্নড় সিনেমায় আত্মপ্রকাশ করেন তিনি। এর পর একে একে ‘কলাবতী’, ‘মিস লীলাবতী’, ‘তুলসী’, ‘বানশঙ্করী’, ‘ভক্ত প্রহ্লাদ’, ‘বড়ি পনথুলু’, ‘সারদা’, ‘কোন্ডাভীতি সিংহম’ ও ‘ডোঙ্গা মোগুডু’র মতো সিনেমায় অভিনয় করেন।
জয়ন্তী কর্ণাটক স্টেট ফিল্ম অ্যাওয়ার্ড পেয়েছেন সাত বার। দুবার পেয়েছেন ফিল্মফেয়ার পুরস্কার। এ ছাড়া আজীবন সম্মাননা পেয়েছেন তিনি।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Comments: