ইন্টারনেট
হোম / শিক্ষা / বিস্তারিত
ADS

শিক্ষকদের ব্যর্থতায় ক্লাসে শিক্ষার্থী অনুপস্থিতি: মাউশি মহাপরিচালক

20 September 2022, 11:21:53

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ বলেছেন, শিক্ষার্থীরা খুব একটা শ্রেণীকক্ষে যায়না, এটা শিক্ষকদের ব্যর্থতা। শনিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে মানিকগঞ্জে ‘বাংলাদেশে কলেজ পর্যায়ে শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের উপস্থিতি বাড়ানোর কৌশল’ শীর্ষক দিনব্যাপী কর্মশালার সমাপনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

নেহাল আহমেদ বলেন, নিজেদের দায়িত্ব এড়িয়ে যাচ্ছেন অধিকাংশ শিক্ষক। আমাদের অবশ্যই দায়িত্বশীল হতে হবে। মানসম্মত শিক্ষা বাড়াতে এ ধরনের কর্মশালার মাধ্যমে দেশের শিক্ষকদের কাছ থেকে পরামর্শ নিচ্ছি। আশা করি তাদের পরামর্শ বাস্তবায়নের মাধ্যমে শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে আনার মাধ্যমে আমরা মানসম্মত উচ্চশিক্ষা নিশ্চিত করতে পারবো।

এ সময় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সরকারি দেবেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. রেজাউল করিম। সঞ্চালনা করেন কলেজটির সহযোগী অধ্যাপক কাওসার ইবনে আসাদ। অন্যন্যদের মাঝে উপস্থিত ছিলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্কুল অব আন্ডারগ্র্যাজুয়েট বিভাগের ডিন (ইনচার্জ) প্রফেসর ড. মো. নাছির উদ্দিন এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ঢাকা অঞ্চলের পরিচালক প্রফেসর মো. মনোয়ার হোসেন।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: