
সোনার দামে আবারো রেকর্ড

দেশের ইতিহাসে সর্বোচ্চ দামের রেকর্ড করেছে সোনার বাজার। মঙ্গলবার সোনার নতুন দাম নির্ধারণে বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) ঘোষণায় সোনার দামে রেকর্ড তৈরি হয়।
বাজুস জানায়, ১ হাজার ৫১৭ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ২৪ হাজার ৫০২ টাকা। এটাই এখন ভরি প্রতি সোনার সর্বোচ্চ দাম।
স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এই দাম বাড়ানো হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। মঙ্গলবার থেকে নতুন দাম কার্যকর হবে।
বাজুজ বলছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। এছাড়া আন্তর্জাতিক বাজারেও নিরাপদ আশ্রয় ধাতুটির দর বৃদ্ধি পেয়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের দাম ১ লাখ ১৮ হাজার ৮৩২ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ১ হাজার ৮৬১ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার প্রতি ভরি দাম ৮৪ হাজার ২১৪ টাকা। এছাড়া ১৮ ক্যারেটের সোনার দাম এক লাখ এক হাজার ৮৬২ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির সোনার দাম করা হয়েছে ৮৪ হাজার ২১৪ টাকা।
অন্যদিকে অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী, বর্তমানে ২২ ক্যারেটের রুপার দাম ভরিপ্রতি দুই হাজার ১০০ টাকা।
২১ ক্যারেটের রুপার দাম ভরি দুই হাজার ৬ টাকা এবং ১৮ ক্যারেটের রুপার দাম ভরি এক হাজার ৭১৫ টাকা নির্ধারণ করা হয়। আর সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম এক হাজার ২৮৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে রবিবার প্রতি ভরিতে ভালো মানের সোনার দাম বাড়ানো হয় দুই হাজার ৯০৪ টাকা।


প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Comments: