ইন্টারনেট
হোম / অর্থনীতি / বিস্তারিত
ADS

ডিএসইতে ৪৬০ কোটি টাকা লেনদেন

6 December 2023, 5:47:58

শেয়ারবাজারে লেনদেন কিছুটা কমেছে। মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে ডিএসইতে ৪৬০ কোটি টাকা লেনদেন হয়েছে। আগের দিনের চেয়ে যা ৩১ কোটি টাকা কম। তবে এদিন ডিএসইতে ৬০টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। ফলে দিনশেষে মূল্যসূচক বেড়েছে ৩ পয়েন্ট।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, ডিএসইতে মঙ্গলবার ৩২৪টি কোম্পানির ১৩ কোটি ৫০ লাখ শেয়ার লেনদেন হয়েছে। যার মোট মূল্য ৪৬০ কোটি ২১ হাজার টাকা। এরমধ্যে দাম বেড়েছে ৬০টি কোম্পানির শেয়ারের, কমেছে ৯৪টি এবং অপরিবর্তিত রয়েছে ১৭০টি কোম্পানির শেয়ারের দাম।

ডিএসইর ব্রড সূচক আগের দিনের চেয়ে ৩ দশমিক ১৭ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৪৭ দশমিক ৫৭ পয়েন্টে উন্নীত হয়েছে। ডিএসই-৩০ মূল্যসূচক দশমিক ৬৬ পয়েন্ট কমে ২ হাজার ১১৩ দশমিক ৫২ পয়েন্টে নেমে এসেছে। ডিএসই শরিয়াহ সূচক ১ দশমিক ৭৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৫৯ দশমিক ৫ পয়েন্টে নেমে এসেছে। ডিএসইর বাজারমূলধন আগের দিনের চেয়ে বেড়ে ৭ লাখ ৭৩ হাজার কোটি টাকায় নেমে এসেছে।

শীর্ষ দশ কোম্পানি: মঙ্গলবার ডিএসইতে যেসব কোম্পানির শেয়ার বেশি লেনদেন হয়েছে, সেগুলো হলো- সেন্ট্রাল ফার্মা, খুলনা প্রিন্টিং, ফু-ওয়াংফুড, এসকেট্রিমস, এমারেল্ড অয়েল, মুন্নূ সিরামিকস, ওরিয়ন ইনফিউশন, আফতাব অটো মোবাইলস, ইয়াকিন পলিমার ও জিকিউ বলপেন।

ডিএসইতে মঙ্গলবার যেসব প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেশি বেড়েছে, সেগুলো হলো- ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক, স্ট্যান্ডার্ড সিরামিকস, এসকেট্রিমস, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, বিডি থাই, সিএপিএম আইবিবিএল মিউচুয়াল ফান্ড, এমারেল্ড অয়েল, নাভানা সিএনজি, সিমটেক্স এবং ওরিয়ন ইনফিউশন।

অন্যদিকে যেসব প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেশি কমেছে, সেগুলো হলো- জিকিউ বলপেন, ইস্টার্ন লুব্রিকেন্টস, খুলনা প্রিন্টিং, শ্যামপুর সুগার, মেঘনা পেট, ঢাকা ডাইং, দেশ গার্মেন্টস, মুন্নূ এগ্রো, ইউনাইটেড ইন্স্যুরেন্স এবং ইয়াকিন পলিমার।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: