ইন্টারনেট
হোম / অর্থনীতি / বিস্তারিত
ADS

বিশ্ব বাজারে কমলো স্বর্ণের দাম

19 April 2023, 11:57:29

বিশ্ব বাজারে স্বর্ণের দর নিম্নমুখী হয়েছে। বিনিয়োগকারীরা মনে করছেন, আর মাত্র একবার সুদের হার বাড়াবে ফেডারেল রিজার্ভ (ফেড)। এরপরই তা বাড়ানো বন্ধ করবে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকটি।বুধবার (১৯ এপ্রিল) দেশটির মুদ্রা ডলারের মান বেড়েছে। ফলে গুরুত্বপূর্ণ ধাতুটির দাম কমেছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।

এতে বলা হয়, এদিন আন্তর্জাতিক বেঞ্চমার্ক স্বর্ণের স্পট মূল্য হ্রাস পেয়েছে শূন্য দশমিক ১ শতাংশ। প্রতি আউন্সের দর স্থির হয়েছে ২০০৩ ডলার ০৩ সেন্টে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক স্বর্ণের সরবরাহ মূল্য কমেছে শূন্য দশমিক ২ শতাংশ। আউন্সপ্রতি দাম নিষ্পত্তি হয়েছে ২০১৬ ডলার ২০ সেন্টে। কার্যদিবসের শুরুতে ডলার সূচক ঊর্ধ্বমুখী হয়েছে শূন্য দশমিক ১ শতাংশ। ফলে অন্যান্য মুদ্রা ধারণকারীদের কাছে স্বর্ণ কেনা ব্যয়বহুল হয়ে পড়েছে।

আইজি’র বাজার বিশ্লেষক ইয়েপ জুন রঙ বলেন, আগামী মে মাসে ফেড ২৫ বেসিস পয়েন্ট সুদের হার বাড়াতে পারে বলে প্রত্যাশা করা হচ্ছে। এরপর সেটা বাড়ানো বন্ধ করতে পারে তারা।

তিনি আরো বলেন, এ প্রেক্ষাপটেই মূলত ডলার কিছুটা শক্তি ফিরে পেয়েছে। আর তাতে স্বর্ণের দরপতন ঘটেছে

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: