ইন্টারনেট
হোম / অর্থনীতি / বিস্তারিত
ADS

রেমিট্যান্স বাড়লেও কমছে রপ্তানি আয়

4 April 2023, 2:07:03

মার্চে রেমিট্যান্স বাড়লেও দু’মাস ধরে কমছে রপ্তানি আয়। বৈশ্বিক প্রেক্ষাপট বিবেচনায় রপ্তানি আয় কমার এমন প্রবণতাকে অস্বাভাবিক মনে করছেন না অর্থনীতিবিদরা। তবে রেমিট্যান্সের ইতিবাচক ধারা অব্যাহত রাখার পাশাপাশি রপ্তানি আয় বাড়ানোর পরামর্শ তাদের।

চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে রেমিট্যান্স ২১০ কোটি মার্কিন ডলার। পরের মাস আগস্টেও ছাড়ায় ২ বিলিয়ন ডলার। কিন্তু এরপর টানা ৬ মাস রেমিট্যান্স প্রবাহ ছিল ২ বিলিয়ন ডলারের নিচে। তবে মার্চে আবারও গতি ফিরেছে প্রবাসী আয়ে। এ সময়ে প্রবাসীরা পাঠিয়েছেন ২০২ কোটি ডলার।

এছাড়া অর্থবছরের প্রথম ৯ মাসে রেমিট্যান্স বেড়েছে প্রায় ৫ শতাংশ। এসময়ে দেশে রেমিট্যান্স আসে ১ হাজার ৬০৩ কোটি ডলার। গত অর্থবছরের একই সময়ে প্রবাসীরা পাঠিয়েছিলন ১ হাজার ৫২৯ কোটি ডলার।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: