ইন্টারনেট
হোম / অর্থনীতি / বিস্তারিত
ADS

রোজার আগেই বেগুনের সেঞ্চুরি

23 March 2023, 11:12:08

রোজার আগেই সেঞ্চুরি হাকিয়ে ফেলেছে বেগুন। রাজধানীর কারওয়ান বাজারে প্রতি কেজি বেগুন বিক্রি হচ্ছে ১০০ টাকায়। ১০ দিন আগেও যে বেগুনের দাম ছিল ৫০-৬০ টাকা। বুধবার (২২ মার্চ) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। বিক্রেতারা বলছেন, বাজারে বেগুনের সরবরাহের তুলনায় চাহিদা বেশি, তাই দামও বেশি। এছাড়া অন্যান্য পণ্যের দাম স্বাভাবিক রয়েছে বলেও জানান তারা।

গার্মেন্টস কর্মী রাকিব মিয়া বলেন, রমজান আসলে বেগুনের দাম বাড়বে এটাই স্বাভাবিক। তবে এতো বাড়বে কেন? এছাড়াও বাজারে ৫০ টাকার নিচে শুধু পেঁপে ছাড়া আর কোনো সবজি নেই। তাহলে আমরা খাবো কী?

বুধবার (২২ মার্চ) কারওয়ান বাজারে প্রতি কেজি বেগুন ৮০-১০০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া সজনে ১২০ টাকা, বরবটি ৮০ টাকা, কচুর লতি ৮০ টাকা, করলা ৭০-৮০ টাকা, শিম ৫০-৬০ টাকা, পটল ৬০-৭০ টাকা, টমেটো ৪০ টাকা, গাজর ৪০ টাকা, শসা ৫০-৬০ টাকা, কাঁচা মরিচ ৭০-৮০ টাকা এবং আকার ভেদে ৫০ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে প্রতিটি লাউ।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: