ইন্টারনেট
হোম / অর্থনীতি / বিস্তারিত
ADS

১৫ নভেম্বর থেকে পুঁজিবাজারে লেনদেন শুরু সকাল সাড়ে ১০টায়

9 November 2022, 11:07:12

দেশের পুঁজিবাজারে লেনদেনের সময়সূচি পরিবর্তন হচ্ছে। আগামী ১৫ নভেম্বর থেকে নতুন সময়সূচি অনুসারে লেনদেন পরিচালিত হবে।

নতুন সূচি অনুসারে, সকাল ১০ টা ৩০ মিনিটে লেনদেন শুরু হবে। আর তা চলবে বিকাল ২টা ৫০ মিনিট পর্যন্ত।

মঙ্গলবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এ বিষয়ে একটি নির্দেশনা জারি করেছে।

বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, সকাল ১০ টা ২৫ মিনিট থেকে ৩০ মিনিট পর্যন্ত প্রি-ওপেনিং সেশন। আর ২ টা ৫০ মিনিট থেকে ৩টা পর্যন্ত হবে পোস্ট ক্লোজিং সেশন।

ব্যাংকে লেনদেনের সময়সূ্চিতে পরিবর্তন আসায় তার সাথ মিল রেখে পুঁজিবাজারের লেনদেন সময়সূচিতেও পরিবর্তন আনা হয়েছে। বাংলাদেশ ব্যাংক গত ৩ নভেম্বর লেনদেনের নতুন সময়সূচি সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে।

নতুন সূচি অনুসারে, ব্যাংকে লেনদেন শুরু হবে সকাল ১০টায়, আর তা বিকাল সাড়ে ৩টা পর্যন্ত চলবে। বর্তমানে ব্যাংকে সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত লেনদেন হয়। আর পুঁজিবাজারে লেনদেন চলে সকাল সাড়ে ৯টা থেকে বেলা ১টা ৫০ পর্যন্ত।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: