ইন্টারনেট
হোম / অর্থনীতি / বিস্তারিত
ADS

বাজারে দাম বাড়ছে, কমছে যেসব পণ্যের

15 April 2022, 7:09:19

নিত্যপণ্যের বাজারে এখনও অস্থিরতা বিরাজ করছে। রাজধানীর বাজারগুলোতে প্রায় সব ধরনের সবজির দাম বেড়েছে। কাঁচা বাজারে দাম বাড়তি শসা ও বেগুনের। কমেছে ডিম ও মুরগির। এছাড়া অপরিবর্তিত রয়েছে অন্যান্য পণ্যের দাম। শুক্রবার (১৫ এপ্রিল) রাজধানীর ভিবিন্ন এলাকার বাজার ঘুরে এসব চিত্র উঠে এসেছে। এদিকে পাগলা ঘোড়ার মতো ছুটতে থাকা সয়াবিন তেলের দাম নিয়ন্ত্রণে সরকার নানা পদক্ষেপ নিলে কমে আসে দাম। স্বস্তি মিলে ক্রেতাদের মাঝে।

বাজারে প্রতি লিটার বোতলজাত সয়াবিত তেলে ৫ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৬০-১৭০ টাকা, গত সপ্তাহে যা ছিল ১৫৮-১৬৫ টাকা। খোলা পামওয়েল বিক্রি হচ্ছে ১৪০-১৪৫ টাকা, এক সপ্তাহ আগেও ছিল ১৩৩ থেকে ১৪০ টাকা এবং পামওয়েল সুপার বিক্রি হচ্ছে ১৪৫-১৪৮ টাকা, গত সপ্তাহে বিক্রি হচ্ছিল ১৪০-১৪৫ টাকা লিটার। তবে দাম কমেছে খোলা সয়াবিন তেলের। এসব বাজারে শসা প্রতি কেজি বিক্রি হচ্ছে ৮০ টাকা। লম্বা বেগুনের কেজি বিক্রি হচ্ছে ১০০ টাকা আর গোল বেগুন বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকা কেজি। টমেটো বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকা, শিম বিক্রি হচ্ছে ৫০ টাকা, করলা ১৪০ টাকা, গাজর প্রতি কেজি ৪০ টাকা, চাল কুমড়া পিস ৪০ টাকা, প্রতি পিস লাউ আকারভেদে বিক্রি হচ্ছে ৬০ টাকায়, মিষ্টি কুমড়ার কেজি ৪০ টাকা, চিচিঙ্গা ৬০ টাকা, পটল ৬০ টাকা, ঢেঁড়স ৬০ টাকা, মুলা ৪০ টাকা, শালগম ৪০ টাকা, কচুর লতি ৬০ টাকা, পেঁপের কেজি ৪০ টাকা, বটবটির কেজি ৮০ টাকা, সাজনার কেজি ১৪০ টাকা, ধুনধুলের কেজি ৬০ টাকা মটরশুটির কেজি ১২০ টাকা।

কমেছে ডিমের দাম। লাল ডিমের ডজন বিক্রি হচ্ছে ১০০ থেকে ১০৫ টাকা। হাঁসের ডিমের ডজন বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৫৫ টাকায়। দেশি মুরগির ডিমের ডজন বিক্রি হচ্ছে ২০০ টাকা। এদিকে বড় দানার মসুর ডাল প্রতি কেজি ৯৫-১০০ টাকা, মাঝারি দানার ১১০-১১৫ টাকা, ছোট দানার ১২০-১৩০ টাকা। মুগ ডাল মানভেদে ১২০-১৪০ টাকা, অ‍্যাংকর ৫৫-৬০ টাকা, ছোলা ৭০-৭৫ টাকা।

সরু চাল বিক্রি হচ্ছে ৬০-৭০ টাকায়, মাঝারি আকারের চাল ৪৮-৫৬ টাকা এবং মোটা চাল বিক্রি হচ্ছে ৪৫-৪৮ টাকা কেজি দরে। প‍্যাকেট আটা বিক্রি হচ্ছে ৪২-৪৫ টাকা, খোলা ৩৫-৪০ টাকা কেজি, প‍্যাকেট ময়দা ৫৫-৫৮ টাকা এবং খোলা ৪৮-৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। রুই মাছের কেজি বিক্রি হচ্ছে ৩০০-৪৫০ টাকা। এক কেজি ওজনের ইলিশ মাছ বিক্রি হচ্ছে ১৩০০-১৬০০ টাকা। তেলাপিয়া, পাঙাস মাছের কেজি বিক্রি হচ্ছে ১৬০-১৭০ টাকা। শিং মাছের কেজি বিক্রি হচ্ছে ৩০০-৪৬০ টাকা। শৈল মাছের কেজি বিক্রি হচ্ছে ৪০০-৬০০ টাকা। দাম কমে প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৬৫০-৬৮০ টাকা, খাসির মাংস প্রতি কেজি ৮৫০-৯৫০ টাকা। ব্রয়লার মুরগি ১৫৫-১৭০ টাকা এবং দেশি মুরগি ৫০০-৫৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: