ইন্টারনেট
হোম / অর্থনীতি / বিস্তারিত
ADS

স্বর্ণের দাম আজ থেকে ৭৮ হাজার ৮৪৮ টাকা ভরি

12 April 2022, 11:12:40

দেশের বাজারে স্বর্ণের দাম এক হাজার ৭৪৮ টাকা বেড়েছে। বেড়ে প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ৭৮ হাজার ৮৪৮ টাকা। আজ মঙ্গলবার থেকেই নতুন দাম কার্যকর হবে। তবে রুপার দাম অপরিবর্তিত রয়েছে।

সোমবার বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বাজুস বলছে, সমিতির মূল্য নির্ধারণ ও পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত হয়। স্থানীয় বুলিয়ন মার্কেটে দাম বাড়ার কারণে স্বর্ণের নতুন দর নির্ধারণ করা হয়েছে।

নতুন দর অনুযায়ী, আজ মঙ্গলবার থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ৭৮ হাজার ৮৪৮ টাকায়, যা আগে ছিল ছিল ৭৮ হাজার ২৬৫ টাকা। ২১ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে এক হাজার ৭৪৯ টাকা বেড়ে বিক্রি হবে ৭৫ হাজার ৩৪৯ টাকা।

১৮ ক্যারটের স্বর্ণের দাম বেড়েছে এক হাজার ৪৫৮ টাকা। আজ থেকে এই মানের স্বর্ণের দাম পড়বে ৬৪ হাজার ৫৬০ টাকা ভরি।

সনাতনি স্বর্ণের দাম ভরিতে বেড়েছে এক হাজার ২২৪ টাকা। নতুন দর অনুয়ায়ী, এই মানের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ৫৩ হাজার ৮২৯ টাকায়।

তবে রুপার দাম পরিবর্তন হয়নি।

এরআগে, গত ২২ মার্চ স্বর্ণের দাম সামান্য কমেছিল। এর ২০ দিন পর দাম বাড়ল।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: