ইন্টারনেট
হোম / অর্থনীতি / বিস্তারিত
ADS

লিফট উৎপাদনে ভ্যাট ছাড় বাড়ল ৩ বছর

23 March 2022, 11:22:10

দেশের লিফট উৎপাদন উৎসাহিত করার উপলক্ষে ভ্যাট ছাড়ের সুবিধা বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এখন ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত লিফটের যন্ত্রপাতি আমদানি করার ক্ষেত্রে ভ্যাট মওকুফের সুবিধা ভোগ করতে পারবেন নির্মাতারা।

গত ২১ মার্চ এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের সই করা আদেশ সূত্রে এসব তথ্য জানা গেছে।

এনবিআরের ভ্যাট বিভাগের এক কর্মকর্তা বলেন, ‘বিদ্যমান ভ্যাট অব্যাহতি সুবিধা এই বছরের ৩০ মার্চ শেষ হতে চলছে। লিফটের চাহিদার বিবেচনায় এনবিআর নতুন করে এ সুবিধা বৃদ্ধি করল। এনবিআর সর্বপ্রথম ২০২০ সালের ১৪ মে দেশীয় লিফট তৈরি সক্ষমতা বৃদ্ধির জন্য ভ্যাট অব্যাহতি সুবিধা দেয়।’

উল্লেখ্য, বর্তমানে ওয়ালটন এবং আরএফএল গ্রুপ নামের স্থানীয় শিল্প প্রতিষ্ঠান দেশে লিফট তৈরি করছে।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: