ইন্টারনেট
হোম / অর্থনীতি / বিস্তারিত
ADS

বিধিনিষেধেও চলবে বাণিজ্যমেলা

11 January 2022, 6:30:31

করোনার ঊর্ধ্বমুখী প্রবণতা ঠেকাতে সরকারঘোষিত বিধিনিষেধের মধ্যেও বাণিজ্যমেলার কার্যক্রম চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়। যথাযথ স্বাস্থ্যবিধি মেনে মেলা চলবে বলে বাণিজ্য মন্ত্রণালয়ের বৈঠকে সিদ্ধান্তে এসেছে।

মঙ্গলবার দুপুরে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রপ্তানি) মো. হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, বিধিনিষেধের নির্দেশনা অনুযায়ী মেলার কার্যক্রম চালাতে কোনো অসুবিধা নেই। মেলা বন্ধ করার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি। বিধিমালার আলোকে যেভাবে করা দরকার সেভাবে হবে।

করোনাভাইরাসের কারণে গত বছর বন্ধ ছিল বাণিজ্যমেলা। এ বছর ১ জানুয়ারি থেকে পূর্বাচলের নতুন ভেন্যুতে মাসব্যাপী মেলা শুরু হয়েছে। প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলছে। নতুন ভেন্যু হওয়ায় এখনও সেভাবে জমে ওঠেনি মেলা। এর মধ্যে করোনা পরিস্থিতি খারাপ হতে থাকায় সরকার ১১ দফা নির্দেশনা দিয়ে বিধিনিষেধ আরোপ করেছে, যা আগামী বৃহস্পতিবার থেকে কার্যকর হবে। প্রজ্ঞাপন জারির পর এক-তৃতীয়াংশ সময় গড়ানো মেলার ভাগ্য নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। মেলা চলবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নিতে আজ বৈঠকে বসে বাণিজ্য মন্ত্রণালয়। বৈঠকে স্বাস্থ্যবিধি মেনে মেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়।

বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রপ্তানি) মো. হাফিজুর রহমান বলেন, ‘মার্কেট-শপিংমল তো চলছেই, এটাও খোলা জায়গায় না। তবে যতটুকু খোলা আছে, সেখানে মানুষ যেন স্বাস্থ্যবিধি মেনে চলাচল করে সেদিকে কঠোর নজরদারি থাকবে।’

মেলায় স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে কঠোরতা বাড়বে জানিয়ে রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সচিব ও মেলার পরিচালক মো. ইফতেখার আহমেদ চৌধুরী বলেন, সরকারঘোষিত বিধিনিষেধের মধ্যেও মেলা চললে স্বাস্থ্যবিধি মানার বিষয়ে অবশ্যই আরও বেশি ব্যবস্থা নেবো। স্বাস্থ্যবিধির বিষয়ে মেলায় কঠোরতা বাড়বে।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: