- জিম্বাবুয়ের ওপর যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা
- অর্জন হয়নি রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা
- শাকিব খানের শিক্ষা-দীক্ষা নিয়ে যা বললেন জায়েদ খান
- আসন ভাগাভাগি: আমুর বাসায় ১৪ দলের নেতারা
- ১০ ডিসেম্বর আওয়ামী লীগের সমাবেশ হচ্ছে না
- আসন ভাগাভাগি চূড়ান্তে ১৭ ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে বললেন আমু
- অর্থ আত্মসাৎ মামলায় গায়ক নোবেলের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ৩০ জানুয়ারি
- গুগল প্লে স্টোরের ২০২৩ সালের সেরা অ্যান্ড্রয়েড অ্যাপস
- উচ্চ রক্তচাপ কমায় গাজর ও মুলা
- মুয়াজ্জিন সাহেবদের মর্যাদা

পেঁয়াজের দামে ঝাঁজ, কেজিপ্রতি বেড়েছে ১০ টাকা

লকডাউনের অযুহাতে পেঁয়াজের দামে হটাৎ উল্লম্ফন। গত ২৪ ঘণ্টায় খুচরা বাজারে পেঁয়াজের দাম বেড়েছে কেজিপ্রতি ১০ টাকা! পাইকারি বাজারে ৫-৭ টাকা বেশি দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ।
ব্যবসায়ীরা বলছেন, লকডাউনের কারণে বাজারে প্রয়োজন অনুযায়ী পেঁয়াজ আসছে না। পরিবহন খরচ পড়ছে আগের চেয়ে বেশি। ভারত থেকে যে পেঁয়াজ আসছে সেটাও বাজার পর্যন্ত আসতে স্বাভাবিকের তুলনায় বেশি খরচ হচ্ছে। দাম বাড়ার পিছনে এসব বিষয়কে কারণ হিসাবে দেখিয়ে বিক্রেতারা জানাচ্ছেন, লকডাউন উঠে গেলে দাম ঠিক হয়ে যাবে।
ক্রেতারা বলছেন, লকডাউন থাকায় বিক্রেতাদের সঙ্গে কথা না বাড়িয়ে বেশি দামেই পণ্যটি কিনে নিচ্ছে সবাই। ব্যবসায়ীরা সবসময় সুযোগের অপেক্ষায় থাকে। লকডাউনের কারণে পরিবহন খরচ কিছুটা বেড়েছে, সেটা মেনে নেওয়া যায়। কিন্তু কেজিতে যদি ১ টাকা বেড়ে থাকে, তাহলে তারা দাম বাড়িয়ে দিচ্ছে প্রায় ১০ টাকা।
আজ শনিবার (৩ জুলাই) রাজধানীর কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, মানভেদে কেজিপ্রতি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬০ টাকায়। অথচ একদিন আগেও গতকাল শুক্রবার পণ্যটি বিক্রি হয়েছে ৪৫ থেকে ৫০ টাকা দরে।
খুচরা বিক্রেতারা বলছেন, পাইকারি বাজারে দাম বাড়ায় তারাও পেঁয়াজের বাড়িয়ে দিতে বাধ্য হচ্ছেন। লকডাউনের কারণে সামনের কয়েকদিনে দাম আরও বাড়তে পারে বলে মনে করছেন এসব খুচরা ব্যবসায়ীরা।


প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Comments: