ইন্টারনেট
হোম / সারা বাংলা / বিস্তারিত
ADS

রাজশাহী মেডিকেলের করোনা ইউনিটে আরও ১০ মৃত্যু

19 June 2021, 10:30:19

করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে একদিনে আরও ১০ জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টার মধ্যে ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে তাদের মৃত্যু হয়।

মারা যাওয়া ১০ জনের মধ্যে তিনজন করোনায় আক্রান্ত হয়ে মারা যান। বাকি ছয়জনের করোনার উপসর্গ ছিল। এছাড়া করোনামুক্ত হওয়ার পর মারা গেছেন একজন। দশজনের মধ্যে পাঁচজনের বাড়ি রাজশাহী জেলায়। অন্য পাঁচজন চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা। করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছিলেন তারা।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন।

করোনা ও উপসর্গে রাজশাহী মেডিকেলে গত ১ জুন ৭, ২ জুন ৭, ৩ জুন ৯, ৪ জুন ১৬, ৫ জুন ৮, ৬ জুন ৬, ৭ জুন ১১, ৮ জুন ৮, ৯ জুন ৮, ১০ জুন ১২, ১১ জুন ১৫, ১২ জুন ৪, ১৩ জুন ১৩, ১৪ জুন ১২, ১৫ জুন ১২, ১৬ জুন ১৩ ও ১৭ জুন ১০ এবং ১৮ জুন ১২ জন মারা যান।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: