বরগুনায় গৃহবধূকে হত্যা: স্বামী-সতীনসহ ৩ জনের মৃত্যুদণ্ড
বরগুনার পাথরঘাটা উপজেলায় স্ত্রীকে হত্যার মামলায় তার স্বামী ও সতীনসহ তিনজনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে চাঞ্চল্যকর এ হত্যা মামলার রায় ঘোষণা করেন জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক বেগম লায়লাতুল ফেরদৌস। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে ছিলেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, পাথরঘাটা উপজেলার রায়হানপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কবির তালুকদার (৫৯), তার দ্বিতীয় স্ত্রী এলাচী বেগম (৫০) ও এলাচী বেগমের ছেলে সুজন (৩০)।
বরগুনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি রঞ্জুয়ারা শিপু বলেন, ‘‘চাঞ্চল্যকর হত্যাকাণ্ডে আমরা তথ্যপ্রমাণ উপস্থাপন করে আসামিদের দোষী সাব্যস্ত করতে পেরেছি। তিনজনের মৃত্যুদণ্ড হয়েছে। আমরা ন্যায় বিচার পেয়েছি।’’
রায়ের পর মামলার বাদী ও নিহত মহিমা বেগমের ছেলে হেলাল তালুকদার বলেন, ‘‘রায়ে আমি সন্তুষ্ট। আমার মায়ের হত্যাকারীদের ফাঁসির আদেশ হওয়ায় আমি আইনকে শ্রদ্ধা জানাই।’’
আদালত সূত্রে জানা যায়, মহিমা বেগমকে তার স্বামী কবির তালুকদার, সতীন এলাচী বেগম এবং এলাচী বেগমের ছেলে সুজন কারণে-অকারণে নির্যাতন করতেন। ২০১৯ সালের ২৫ অক্টোবর তিনজন মিলে মহিমা বেগমকে বৈদ্যুতিক শক দিয়ে পরিকল্পিতভাবে হত্যা করেন। এরপর মহিমা বেগমের ছেলে হেলাল বাদী হয়ে বাবাসহ তিনজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।
প্রধান আসামি কবির তালুকদারের পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট তরিকুল ইসলাম তরু ফরাজী। আসামি এলাচী বেগন ও সুজনের পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট ইমরান হোসেন।
আসামি পক্ষের আইনজীবীরা বলেন, ‘‘আসামিরা ন্যায় বিচার পাননি। আমরা এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব।’’
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: