
পটুয়াখালীতে দোকানিকে কুপিয়ে হত্যা

পটুয়াখালীর রাঙ্গাবালীতে মনির সিকদার(৩৬) নামের এক মুদি দোকানিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতে উপজেলার বড় বাইশদিয়া ইউনিয়নের কাটাখালী গ্রামের এ হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। মনির একই গ্রামের মোসলেম সিকদারের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, শুক্রবার রাতে মনির সিকদার বাড়িতে খাওয়া দাওয়া করে নিজ দোকানে ঘুমাতে যাচ্ছিলেন। দোকানের কাছাকাছি পৌঁছলে দুর্বৃত্তরা দেশি অস্ত্র কুপিয়ে দিয়ে মনিরকে আহত করে পালিয়ে যায়। গুরতর আহত অবস্থায় স্থানীয়রা মনিরকে উদ্ধার করে কলাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঘোষণা করেন।
রাঙ্গালাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান জগলুল হাসান বলেন, মনিরের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। সন্দেহভাজন তিনজনকে জনকে আটক করা হয়েছে।


প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Comments: