ইন্টারনেট
হোম / সারা বাংলা / বিস্তারিত
ADS

সীমান্তে ফের ১৩ জনকে পুশইন করল বিএসএফ

13 June 2025, 7:26:23

মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে প্রায় ২০ দিন পুশইন বন্ধ রাখলেও শুক্রবার ভোরে আরও ১৩ জনকে বাংলাদেশ অভ্যন্তরে ঠেলে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

স্থানীয়দের সহযোগীতায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নিউ পাল্লাথল বিওপির টহল বাহিনী বিএসএফের পুশইন করা ১৩ ব্যক্তিকে আটক করেছে। এদের মধ্যে ৪ জন পুরুষ, ৩ জন মহিলা ও ৬ শিশু রয়েছে। স্থানীয়দের ধারণা এরা রোহিঙ্গা মুসলমান।

এর আগে ২৪ মে রাতে ১২১ জনকে বড়লেখার পাল্লাথল সীমান্ত দিয়ে পুশইন করেছিল বিএসএফ। এদের আটক করে পরিচয় শনাক্তের পর থানায় সোপর্দ করে বিজিবি। পরে থানা পুলিশ স্বজনদের জিম্মায় আটকদের ছেড়ে দেয়।

বিজিবি ও স্থানীয় জনসাধারণের কড়া নজরদারি সত্ত্বেও বড়লেখা সীমান্তে বিএসএফের পুশইন অব্যাহত থাকায় সীমান্তে থামছে না উৎকণ্ঠা। বড়লেখা সীমান্তের বিভিন্ন রুট দিয়ে ভারত থেকে অবৈধ অনুপ্রবেশকালে এই ১৩ জনসহ মোট ২৮৫ জনকে আটক করলো বিজিবি। বিএসএফ সীমান্ত পেরিয়ে বাংলাদেশ অভ্যন্তরে তাদেরকে ঠেলে দিয়েছিল।

জানা গেছে, শুক্রবার ভোরে উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের নিউ পাল্লাথল বিজিবি বিওপি এলাকার সীমান্ত দিয়ে ১৩ জনকে পুশইন করে বিএসএফ। এরা বাংলাদেশ অভ্যন্তরে ঢুকে পড়লে তাদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় স্থানীয়দের সহযোগিতায় বিজিবি তাদের আটক করে ক্যাম্পে নিয়ে যায়।

বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরিফ জানান, বিজিবির চোখ ফাঁকি দিয়ে ঝুঁকিপূর্ণ সীমান্ত দিয়ে অবৈধ বাংলাদেশিদের পুশইন করছে বিএসএফ। শুক্রবার ভোরে নিউ পাল্লাথল বিওপির টহল দল সীমান্ত এলাকা থেকে ১৩ জনকে আটক করেছে। এদের নাম ঠিকানা শনাক্তের কাজ চলছে। পরিচয় নিশ্চিত হওয়ার পর থানায় সোপর্দ করা হবে।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: