ইন্টারনেট
হোম / সারা বাংলা / বিস্তারিত
ADS

পদ্মা সেতুর জাজিরা প্রান্তে অ্যাম্বুলেন্স-ট্রাক সংঘর্ষে ৬ জন নিহত

17 January 2023, 11:35:58

পদ্মা সেতুর দক্ষিণ থানা সংলগ্ন জাজিরা প্রান্তে এলপি গ্যাস ভর্তি ট্রাক ও অ্যাম্বুলেন্স সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭জানুয়ারি) ভোরের দিকে এই দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় নিহতদের পরিচিয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

জানা গেছে, নিহতরা সবাই অ্যাম্বুলেন্সের যাত্রী। তাদের মরদেহ জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হচ্ছে।

পদ্মা সেতু দক্ষিণ থানার এসআই ফারুক বলেন, অ্যাম্বুলেন্সটি রোগী ও তাদের স্বজনদের নিয়ে বরিশাল থেকে ঢাকায় যাচ্ছিল। জাজিরা প্রান্তের এক্সপ্রেসওয়ে নাউডোবা ব্রিজ এলাকায় অ্যাম্বুলেন্সটি পৌঁছালে একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই নারীসহ ছয় জন মারা যান।

শরীয়তপুর ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক সেলিম মিয়া বলেন, অ্যাম্বুলেন্সটি ভোরে ঢাকাগামী একটি এলপি গ্যাসবোঝাই ট্রাকের পেছন নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয়। নিহতদের নামপরিচয় পাওয়া যায়নি। মরদেহ জাজিরা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়েছে।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: