ইন্টারনেট
হোম / সারা বাংলা / বিস্তারিত
ADS

চাঁদপুরে নৌকার প্রার্থীকে ঘরের জানালা ভেঙে গুলি

15 December 2021, 7:15:12

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১১ নম্বর হাটিলা পশ্চিম ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী একেএম মজিবুর রহমানকে ঘরের জানালা ভেঙে গুলি করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার গভীর রাতে পৌনে ১টার দিকে মুখোশধারীরা মই বেয়ে বাসভবনের দ্বিতীয় তলার জানালা দিয়ে ঘুমের প্রস্তুতি নেয়ার সময় মজিবুর রহমানের উপর উপর্যুপুরী গুলি বর্ষণ করে। অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়ে যান তিনি।

গুলিতে মজিবুর রহমানের কপালের একাংশ উড়ে যায়। গুলির শব্দ পেয়ে প্রতিবেশীরা এগিয়ে আসার আগেই মুখোশধারী দুস্কৃতকারীরা পালিয়ে যায়। ঘটনার পর তাৎক্ষনিক মুজিবুর রহমানকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সেখান থেকে বুধবার সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন চিকিৎসক।

আহত মুজিবুর রহমানের ছেলে জনি বলেন, ‘নির্বাচনী কাজ শেষ করে আমার বাবাসহ আমরা রাতে ঘুমাতে যাই। হঠাৎ রাত পৌনে ১টার দিকে আমার বাবার রুমের জানালা ভাঙার শব্দ শুনতে পেয়ে তাকালে তারা গুলি শুরু করে। গুলির শব্দে লাফ দিয়ে সরে যাওয়ায় চোখের কোনের দিকে গুলির আঘাত লাগে। এতে অল্পের জন্য প্রাণে বেচেঁ যান বাবা।’

জনি বলেন, গুলি বর্ষণকারীরা মাস্ক পরা থাকায় চিনতে পারিনি। হামলাকারীদের দলে পাঁচ-ছয়জন ছিল। তাদের মধ্যে একজন মই বেয়ে বিল্ডিংয়ের দ্বিতলায় উঠে জানালা ভেঙে গুলি করে। বাবা ডাক চিৎকার করলে আশপাশের মানুষ ছুটে আসে। এতে হামলাকারীরা পালিয়ে যায়। পরে পুলিশের সহায়তায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি। সেখান থেকে আজ বুধবার সকালে চিকিৎসক কুমিল্লায় পাঠাতে বলেন।

অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) সোহেল মাহমুদ ও হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ বলেন, এ ঘটনায় থানায় এখনো কেউ অভিযোগ করেনি। আমরা বিষয়টি গুরুত্বসহ দেখছি।

অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ ও ফরিদগঞ্জ সার্কেল) সোহেল মাহমুদ বলেন, সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনাটি অতিগুরুত্ব দিয়ে তদন্ত চলছে।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: