রাঙ্গামাটিতে বন্ধ করে দেওয়া হয়েছে সব পর্যটন কেন্দ্র
করোনাভাইরাসের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় সরকার ইতিমধ্যে ১৮টি নির্দেশনা দিয়েছে। যার সবগুলই বাস্তবায়নের চেষ্টা চলছে। গণপরিবহনে ইতিমধ্যে অর্ধেক যাত্রী নেওয়া শুরু হয়েছে বন্ধ করে দেওয়া হয়েছে মটরসাইকেলের রাইড শেয়ারিং।
এবার রাঙ্গামাটির পর্যটনকেন্দ্র গুলো বন্ধ করে দেওয়া হয়েছে। আগামী ১৪ দিন রাঙ্গামাটির সকল পর্যটন কেন্দ্র বন্ধ থাকবে। জেলা প্রশাসনের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়।
এদিকে দেশে, গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৫২ জন। যা গত সাত মাসের মধ্যে সর্বোচ্চ। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ হাজার ৪৬ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে ৫ হাজার ৩৫৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ১১ হাজার ২৯৫ জনে। আজ বুধবার (৩১ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছেই। বর্তমানে বিশ্বজুড়ে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১২ কোটি ৮৭ লাখ ৯৬ হাজার ৯০৫ জন। আর এ মহামারিতে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ২৮ লাখ ১৫ হাজার ৮৯৬ জন। এর মধ্যে সুস্থ হয়েছে ১০ কোটি ৩৯ লাখ ২৩ হাজার ৪৪৯ জন।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Comments: