সিরাজগঞ্জ-৬ আসনসহ ৯ পৌরসভায় ভোট চলছে
সিরাজগঞ্জ-৬ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে। এছাড়া একই সঙ্গে দেশের নয়টি পৌরসভা, কুমিল্লা সিটির ৫ নম্বর সাধারণ ওয়ার্ডে ও ৫ পৌরসভায় ওয়ার্ডে উপনির্বাচন এবং চার ইউনিয়ন পরিষদে সাধারণ নির্বাচন চলছে।
মঙ্গলবার সকাল ৮টায় শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকাল ৪টা পর্যন্ত। ভোটগ্রহণ উপলক্ষে নির্বাচনী এলাকায় আইন শৃঙ্খলাবাহিনী তৎপর রয়েছে।
আওয়ামী লীগের সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপনের মৃত্যুতে শূন্য হয় সিরাজগঞ্জ-৬ আসন। শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন গত ২ সেপ্টেম্বর মারা যান।
এই আসনে আওয়ামী লীগের মেরিনা জাহান নৌকা প্রতীক নিয়ে, জাতীয় পার্টির মো. মোক্তার হোসেন লাঙ্গল প্রতীক নিয়ে এবং স্বতন্ত্র প্রার্থী মো. হুমায়ুন কবীর মোটর গাড়ি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এছাড়া নরসিংদীর ঘোড়াশাল, ব্রাহ্মণবাড়িয়ার কসবা, ফেনীর ছাগলনাইয়া, খাগড়াছড়ির রামগড়, বগুড়ার সোনাতলী, দিনাজপুরের ঘোড়াঘাট, নীলফামারীর ডোমার, নড়াইলের লোহাগড়া, কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌরসভায় ইভিএমে ভোটগ্রহণ চলছে। এরমধ্যে খাগড়াছড়ির রামগড় ও ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভায় মেয়র প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: