ইন্টারনেট
হোম / সারা বাংলা / বিস্তারিত
ADS

যাত্রী নিয়ে ডোবায় অ্যাম্বুলেন্স, মামা-ভাগ্নে নিহত

30 October 2021, 10:25:56

যাত্রী নিয়ে ঢাকা থেকে ফরিদপুরের উদ্দেশ্যে যাওয়া একটি অ্যাম্বুলেন্স ডোবায় পড়ে দুইজন নিহত হয়েছেন। সম্পর্কে তারা মামা-ভাগ্নে বলে জানা গেছে।

মানিকগঞ্জ-হেমায়েতপুর আঞ্চলিক সড়কের মিতরা কালীবাড়ী এলাকায় গত রাতে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, গাবতলি বাস টার্মিনাল থেকে ৫ জন যাত্রী নিয়ে ফরিপুরের উদ্দেশ্যে ছেড়ে যায় অ্যাম্বুলেন্সটি। রাত ৩টার দিকে কালীবাড়ী মোড়ে এসে অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের জলাশয়ে পড়ে যায়। এসময় অ্যাম্বুলেন্সের সাত আরোহীর মধ্যে পাঁচজন বাইরে বেরিয়ে এলেও পেছনের সিটে থাকা দুইজন আটকা পড়ে। পরে পানিতে ডুবে ফরিদপুরের চরভদ্রাসনের পিলারচর গ্রামের শাহিন প্রামানিক ও তার ভাগ্নে রফিক খানের মৃত্যু হয়।

অ্যাম্বুলেন্স থাকা অন্য যাত্রীরা জানান, গাবতলী টার্মিনালে কোন বাস না পেয়ে দালালের মাধ্যমে ওই অ্যাম্বুলেন্সটি ভাড়া করেন তারা। নিহত ব্যক্তিদের মরদেহ উদ্ধার করে মানিকগঞ্জ জেলা হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: