ইন্টারনেট
হোম / সারা বাংলা / বিস্তারিত
ADS

দুটি কাভার্ডভ্যান উদ্ধার, এখনো পৌঁছায়নি প্রত্যয়

28 October 2021, 6:24:06

সকাল থেকে দুপুরনাগাদ উদ্ধার অভিযানে ডুবে যাওয়া রো-রো ফেরি আমানত শাহ থেকে কাভার্ডভ্যানসহ দুটি গাড়ি উদ্ধার করেছে উদ্ধারকারী জাহাজ হামজা। এখনো ফেরির নিচে বা এর আশপাশে ডুবে আছে আরও চারটি ট্রাক।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মানিকগঞ্জ জেলার উপসহকারী পরিচালক শরিফুল ইসলাম জানান, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১১টার দিকে কাভার্ডভ্যানটি উদ্ধার করে হামজার উদ্ধারকাজে নিয়োজিত ডুবুরি ও কর্মকর্তারা।

উদ্ধারকারী জাহাজ হামজার কমান্ডার এসএম ছানোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে উদ্ধারকারী জাহাজ প্রত্যয় এখনো দুর্ঘটনাস্থলে এসে পৌঁছায়নি। জাহাজ প্রত্যয় ১৪১ মিটার নদীপথ উজান টপকিয়ে চাঁদপুর থেকে রওয়ানা দিলেও কখন পাটুরিয়ায় পৌঁছবে তা এখনো নিশ্চিত করে বলতে পারছেন না সংশ্লিষ্টরা।

সকাল ৭টায় উদ্ধারকাজ শুরুর কথা থাকলেও সোয়া ৮টায় উদ্ধারকারী জাহাজ হামজা দ্বিতীয় দিনের অভিযানে যুক্ত হয় বলে জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) ডেপুটি জেনারেল ম্যানেজার (ভারপ্রাপ্ত) জিল্লুর রহমান।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) নৌ সংরক্ষণ ও পরিচালন বিভাগের পরিচালক মো. শাজাহান বলেন, চাঁদপুর থেকে উদ্ধারকারী জাহাজ প্রত্যয় পাটুরিয়া ফেরিঘাটের

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: