ইন্টারনেট
হোম / সারা বাংলা / বিস্তারিত
ADS

তিস্তার পানি বিপৎসীমার ৬০ সেন্টিমিটার ওপরে, আকস্মিক বন্যা

20 October 2021, 12:13:02

উজানের ঢল ও অতিবৃষ্টিতে আকস্মিকভাবে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে লালমনিরহাটে অসময়ের বন্যা দেখা দিয়েছে। এতে নদী তীরের কয়েকটি এলাকার বাড়িঘর ও রাস্তাঘাট প্লাবিত হয়েছে। এছাড়া উঠতি আমন ক্ষেতসহ বিভিন্ন ফসল পানির নিচে তলিয়ে গেছে।

পানি উন্নয়ন বোর্ড জানায়, গতকাল রাত থেকে উজান থেকে আসা ঢলে নদীর পানি বৃদ্ধি পেতে শুরু করে। তিস্তা ব্যারাজ পয়েন্টে আজ সকাল ৬টায় বিপৎসীমার ৫০ সেন্টিমিটার ও ৯টায় আরো ১০ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৬০ সেন্টিমিটার ওপর দিয়ে নদীর পানি প্রবাহিত হয়। আকস্মিক এ পানি বৃদ্ধির ফলে ব্যারাজের ৪৪টি জলকপাটের সবগুলো খুলে রাখা হয়েছে।

এদিকে নদীর এ পানি বৃদ্ধির ফলে পাটগ্রামের দহগ্রাম, হাতীবান্ধার ডাউয়াবাড়ি, সিন্দুর্ণা, সানিয়াজান ও গড্ডিমারীসহ জেলার বেশ কয়েকটি ইউনিয়নের তিস্তা তীরের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। হাতীবান্ধার একটি পাকা রাস্তা ভেঙে বন্যার পানি উপজেলা সদরের দিকে প্রবাহিত হচ্ছে বলে জানা গেছে।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী আসফাউ দৌলা বলেন, উজানের ঢলে ও ভারী বৃষ্টিপাতে তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ৬০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তিস্তা ব্যরাজের ৪৪টি গেট খুলে পানি নিয়ন্ত্রণ করা হচ্ছে। তিস্তাপাড়ের মানুষদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার জন্য বলা হচ্ছে।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: