- বাজার থেকে উধাও সয়াবিন তেল
- বিজয় মেলা নিয়ে বিরোধ, বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১১
- মালয়েশিয়ার কাছে বাংলাদেশে বিনিয়োগ চাইলেন রাষ্ট্রপতি
- যুক্তরাষ্ট্র-ভারতের সম্পর্কে ফাটলের ইঙ্গিত, গুরুতর অভিযোগ মোদির বিজেপির
- আ.লীগকে বন্ধু বানাতে গিয়ে ভারত বাংলাদেশের মানুষকে শত্রু বানিয়েছে: মেজর হাফিজ
- ভারতের জনগণের উদ্দেশে ১৪৫ নাগরিকের বিবৃতি
পদ্মায় ফের অর্ধশত যাত্রী নিয়ে নৌকাডুবি, ৪ জনের মরদেহ উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৬০ জন যাত্রী নিয়ে পদ্মা নদীতে নৌকা ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় বর্তমানে ৪ জন নিহতের খবর পাওয়া গেছে। নিহতরা হলেন, শিশু আয়শা (৩)ও তার ভাই আসমাউল (৫) পিতা ফিটু, নিলুফা বেগম (৫০)ও মায়সা (৫)। শিবগঞ্জের বোগলাউড়ি ঘাট থেকে উপজেলার পাঁকা ইউনিয়নের দশ রশিয়া যাওয়ার পথে নৌকা ডুবির ঘটনা ঘটে। খবর পেয়ে শিবগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কাজ শুরু করে।
বুধবার দুপুরে শ্যালো মেশিন চালিত একটি নৌকা প্রায় ৬০ জন যাত্রী নিয়ে পদ্মা নদীর পাঁকা ঘাট থেকে ছেড়ে আসার পর মাঝ নদীতে পৌঁছালে উত্তাল ঢেউয়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়। কয়েক টি নৌকা, শিবগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ও থানা পুলিশের একটি দল উদ্ধার কাজ আরম্ভ করেন। স্থানীয়রা, ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় ৪২ জন উদ্ধার হলেও এখনো নিখোঁজ রয়েছে ৮ জন। নিহতের সংখ্যা বাড়তে পারে,বেঁচে ফেরা যাত্রীরা বলেন, অতিরিক্ত যাত্রী নেওয়ার কারণে নৌকাটি ডুবে যায়।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Comments: