- আরাভ খানের প্রযোজনায় রাখির সঙ্গে জুটি বাঁধছেন হিরো আলম
- ইন্টারনেটে ধীরগতি, ভোগান্তিতে পড়ার শঙ্কা উচ্চ মাধ্যমিকের সাড়ে ১৩ লাখ ফল প্রত্যাশীর
- মালয়েশিয়ায় জাল পাসপোর্টসহ তিন বাংলাদেশি গ্রেফতার
- গাজায় যুদ্ধবিরতি: দুই পক্ষের আরও ৪৪ জন মুক্ত
- মনোনয়ন নেওয়া সবার তথ্য চেয়েছে বাংলাদেশ ব্যাংক
- মনোনয়নপত্র বাতিল চেয়ে নারায়ণগঞ্জ বিএনপি সভাপতির আবেদন
- টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, দিপুর অভিষেক
- মিধিলির পথেই উপকূলে আঘাত করতে পারে ঘূর্ণিঝড় মিগজাউম
- অর্থপাচার মামলায় এনু-রুপনের ৭ বছরের কারাদণ্ড
- নির্বাচনে বাধা দিলে আইনি ব্যবস্থা: ইসি আনিছ

খুলনায় সড়কে ঝরলো নারীসহ ৪ প্রাণ

খুলনায় সড়ক দুর্ঘটনায় দুই নারীসহ চারজন নিহত হয়েছে। এছাড়া আরও একজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (২৪ এপ্রিল) দুপুর দেড়টার দিকে ডুমুরিয়া উপজেলার খুলনা সাতক্ষীরা-সড়কের জিলেরডাঙ্গানামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। খর্নিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান এই তথ্য নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, শুক্রবার দুপুরে খুলনা থেকে যাত্রী নিয়ে একটি সিএনজি ডুমুরিয়ার উদ্দেশে রওনা দেয়। দুপুর দেড়টার দিকে ডুমুরিয়া উপজেলার খুলনা সাতক্ষীরা-সড়কের পূর্ব জিলেরডাঙ্গায় বালুবাহী দ্রুতগামী একটি ট্রাক (সাতক্ষীরা ট-১১-০৩৯৪) সিএনজিকে ওভারটেক করার সময় ধাক্কা লাগে। এতে নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে যাত্রীভর্তি সিএনজিটি রাস্তার ডান পাশের খাদে পানির মধ্যে পড়ে যায়। পরে সিএনজির ওপর বালুভর্তি ট্রাকটি আছড়ে পড়ে। এই ঘটনায় ডুমুরিয়া উপজেলার রুদাঘরা গ্রামের মহিরউদ্দিন সানার মেয়ে হোটেল শ্রমিক রেশমা খাতুন (৩২), শরাফপুর গ্রামের মাহমুদ সরদারের ছেলে শরিফুল ইসলাম (২৫) , তার স্ত্রী শিউলি বেগম (১৮) ও একই গ্রামের মৃত জাকির সরদারের ছেলে সিএনজিচালক ইলিয়াস সরদার (৪৫) মারা যান। এছাড়া তুহিন নামে একজন গুরুতর আহত হন।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় চার ঘণ্টা চেষ্টা চালিয়ে হতাহতদের উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।
স্থানীয়রা অভিযোগ করেন, বালুভর্তি ট্রাকটি রাকিব (২২) নামে একজন হেলপার চালাচ্ছিলেন। স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন।
ওসি বলেন, চার জনের লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে ।


প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Comments: