রামেকের করোনা ইউনিটে আরও ১৮ জনের মৃত্যু
সারাদেশেই করোনায় মৃতের সংখ্যা বাড়ছে। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় আরও ১৮ জনের মৃত্যু হয়েছে।
এদের মধ্যে রাজশাহীর নয়জন, পাবনার একজন, নওগাঁর তিনজন, নাটোরের দুইজন, চাঁপাইনবাবগঞ্জের দুইজন ও কুষ্টিয়ার একজন মারা গেছেন।
মৃতদের মধ্যে আটজন করোনা পজেটিভ, নয়জন উপসর্গ নিয়ে এবং একজন করোনা নেগেটিভ হয়ে মারা যান।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন ৭০ জন। এ নিয়ে ৪৫৪ বেডের বিপরীতে মোট ভর্তি রোগী আছেন ৪৮৫ জন।
এর আগের দিন রাজশাহীর দুটি পিসিআর ল্যাবে রাজশাহী জেলার ৪২৯টি নমুনা পরীক্ষায় ১১৪ জনের করোনা পজেটিভ আসে। রাজশাহীতে শনাক্তের হার ২৬ দশমিক ৫৭ শতাংশ। চাঁপাইনবাবগঞ্জের ১৩৫ নমুনা পরীক্ষায় ২৭ জনের পজেটিভ আসে। শনাক্ত হার ২০ শতাংশ।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Comments: