ইন্টারনেট
হোম / টিপস / বিস্তারিত
ADS

মুখের কালো দাগ দূর করবে ডিমের খোসা

12 July 2021, 7:20:30

মুখের কালো দাগ দূর করতে মুরগির ডিমের খোসা কত তাড়াতাড়ি ত্বক ফর্সা করা যায় বা ফর্সা হওয়া যায় তা নিয়ে মাতামাতি যেন শেষ নেই। মূলত বাজারের এসব প্রোডাক্ট বেশিরভাগই ক্যামিকেল উপাদান দিয়ে তৈরি হয়। যা মানব ত্বকের জন্য উপযুক্ত নয়।

বরং এই সব প্রডাক্ট ব্যবহারে ত্বকে নানা জটিল সমস্যা দেখা দেয়। ব্রন ও এলার্জি আরো কত কি, আর এসব থেকেই সৃষ্টি হয় ত্বকে কালো দাগ হওয়া। আজকের লেখায় আমরা ভিন্ন রকম একটি প্যাক এর ব্যবহার জানবো যা আপনার ত্বকের কালো দাগ দূর করে ত্বককে সুন্দর রাখবে।

চলুন তাহলে জেনে নেওয়া যাক মুখের কালো দাগ বিলীন করতে মুরগির ডিমের খোসার প্যাক তৈরির উপায়:

১. কমলার শুকনো খোসা,

২. মুরগির ডিমের খোসা,

৩. যব ও ছোলা,

৪. মসুর ডাল,

৫. কাগজি বাদামের শাঁস।

তৈরি ও ব্যবহার পদ্ধতি:

১. প্রতিটা উপকরণ ৬ গ্রাম করে নিন এবং সব উপাদান বিচূর্ণ করে এতে পরিমাণ মত পানি মিশ্রণ করে প্যাক মুখে প্রলেপ তৈরি করুন।

২. প্যাকটি মুখে ১/২ ঘণ্টা রাখুন। তারপর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নিন। মুখের কালো দাগ বিলীন ও ত্বকের অনেক সৌন্দর্য বৃদ্ধি পাবে।

এই প্যাকটি সপ্তাহে ১/২;বার ব্যবহার করতে পারেন।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: