ইন্টারনেট
হোম / রাজধানী / বিস্তারিত
ADS

চার কোটি টাকা স্বর্ণসহ কাতার এয়ারওয়েজের কর্মী আটক

24 March 2022, 9:41:20

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাতার এয়ারওয়েজের একজন এয়ারপোর্ট সার্ভিস কর্মীকে সাড়ে ছয় কেজি স্বর্ণসহ আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। জব্দ করা স্বর্ণের দাম প্রায় চার কোটি টাকা। আটক কর্মীর নাম তাজুল ইসলাম।

বৃহস্পতিবার সন্ধ্যায় কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী রাজস্ব কর্মকর্তা শফিকুল ইসলাম এ তথ্য জানান।

শফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার বিকালে কাতার থেকে আসা একটি ফ্লাইটে এই বিমানকর্মী ঢাকায় আসেন। পরে তার চলাফেরা সন্দেহ হলে কাস্টমস গোয়েন্দা ও ঢাকা কাস্টমস হাউজের গোয়েন্দারা তার পিছু নেয়।

ওই বিমান কর্মীকে হেফাজতে নিয়ে তল্লাশি করলে তার কোট ও প্যান্টের পকেটে এই স্বর্ণের বার পাওয়া যায়। প্রায় চার কোটি টাকা মূল্যের সাড়ে ছয় কেজি স্বর্ণ তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: