ইন্টারনেট
হোম / আন্তর্জাতিক / বিস্তারিত
ADS

পুতিনের পতন শুরু হয়েছে: সাবেক রুশ প্রধানমন্ত্রী

25 June 2023, 6:39:00

ওয়াগনার বাহিনীর বিদ্রোহের মধ্য দিয়ে পুতিনের পতনের সূত্রপাত হয়েছে বলে মনে করেন রাশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মিখাইল কেসিয়ানভ।

কেসিয়ানভ ২০০০ থেকে ২০০৪ সাল পর্যন্ত পুতিন সরকারের প্রধানমন্ত্রী ছিলেন। এরপর তাকে বরখাস্ত করা হয়। পরে প্রেসিডেন্ট পুতিনের অন্যতম একজন সমালোচক বনে যান তিনি।

আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসির এক প্রশ্নের উত্তরে কেসিয়ানভ এ মতামত দেন। পুতিনের ভবিষ্যৎ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, পুতিনের পতন শুরু হয়েছে। এ মুহূর্তে বড় রকমের সমস্যায় আছেন তিনি।

ওয়াগনার বাহিনীর প্রধান ইয়েভগেনি প্রিগোজিন এখন কোথায় যাবেন, এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, তিনি আপাতত বেলারুশে যাবেন।

এরপর আফ্রিকায় গিয়ে কোনো একটা জঙ্গলে হয়তো বসবাস শুরু করবেন। তবে পুতিন তাকে ছেড়ে দেবেন না। পুতিন কাউকে ক্ষমা করেন না।

সাবেক এই রুশ প্রধানমন্ত্রী আরও বলেন, পুতিনের টনক নাড়িয়ে ফেলেছিলেন ওয়াগনার বাহিনীর প্রধান। এজন্য প্রিগোজিনের জীবন এখন হুমকির মুখে।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: