ইন্টারনেট
হোম / আজকের রান্না / বিস্তারিত
ADS

আলু নয় পেঁপে দিয়ে গরুর মাংসের পদ

27 May 2022, 5:30:23

রোজ রোজ একই রকম থারার খেতে কারো ভালো লাগার কখা নয়। তাই রান্নার ভিন্নতা আনতে রান্না করুন কাঁচা পেঁপে দিয়ে মজাদার গরুর মাংসের ঝোল। রেসিপিটা যেমন স্বাদে নিয়ে আসবে ভিন্নতা, তেমনি মাংসের পাশাপাশি খাওয়া হবে সবজিও। জেনে নিন প্রেসার কুকারে অল্প সময়ে কীভাবে এই আইটেমটি রান্না করে ফেলবেন।

উপকরণ :
গরুর মাংস- ২ কেজি (হাড়সহ)
পেঁয়াজ কুচি- ১ কাপ
টমেটো- ১টি (কুচি)
তেজপাতা- ২টি
এলাচ- ৩টি
গোলমরিচ- ৫টি
লবঙ্গ- ৫টি
দারুচিনি- ২ টুকরা
লবণ- স্বাদ মতো
হলুদ গুঁড়া- ২ চা চামচ
মরিচ গুঁড়া- ২ চা চামচ
ধনিয়া গুঁড়া- ১ চা চামচ
জিরার গুঁড়া- ১ চা চামচ
আদা বাটা- ১ টেবিল চামচ
রসুন বাটা- ১ টেবিল চামচ
তেল- ১ কাপ
পেঁপে- ১টি
টেলে নেয়া জিরার গুঁড়া- ১ টেবিল চামচ

প্রস্তুত প্রণালি :
গরুর মাংস ধুয়ে পানি ঝরিয়ে প্রেসার কুকারে নিয়ে নিন। পেঁয়াজ কুচি, টমেটো কুচি, তেজপাতা, এলাচ, গোলমরিচ, লবঙ্গ, দারুচিনি, লবণ, তেল এবং সব বাটা ও গুঁড়া মসলা দিয়ে দিন। হাত দিয়ে মেখে নিন মসলাসহ মাংস।

এবার দেড় কাপ পানি দিয়ে নেড়ে ঢাকনা আটকে নিন প্রেসার কুকারের। চুলায় বসিয়ে দিন উচ্চতাপে। ১০ থেকে ১৫ মিনিট রাখুন চুলায়। এরপর ঢাকনা খুলে পেঁপের টুকরো দিয়ে দিন। আরও পাঁচ মিনিট প্রেসার কুক করে নামিয়ে পরিবেশন করুন গরম গরম।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: