
প্রাগ বিশ্ববিদ্যালয়ে নজিরবিহীন বন্দুক হামলায় ১৪ জন নিহত

চেক প্রজাতন্ত্রের প্রাগ বিশ্ববিদ্যালয়ে নজিরবিহীন বন্দুক হামলায় ১৪ জন নিহতের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ে ২৪ বছর বয়সী এক ছাত্র প্রথমে তার বাবাকে গুলি করে হত্যা করে তারপর সম্ভবত আত্মহত্যা করে। আত্মহত্যার পূর্বে তিনি আরও ১৪ জনকে হত্যা ও ২৫ জনকে আহত করেন বলে পুলিশ জানিয়েছে। খবর রয়টার্সের।
ঘটনাটিকে দেশটির সবচেয়ে ভয়াবহ গণগুলির ঘটনা হিসেবে চিহ্নিত করা হয়েছে। রাষ্ট্রপতি পেত্র পাভেলের সঙ্গে একটি বিশেষ মন্ত্রিসভার বৈঠকের পর নিহতদের স্মরণে সরকার ২৩ ডিসেম্বর কেন্দ্রীয় ইউরোপীয় দেশটিতে শোক ঘোষণা করেছে।
সন্দেহভাজন ব্যক্তিটি রাজধানীর বাইরে ক্লাদনো শহরে থাকতো। তিনি প্রাগের দিকে আত্মহত্যা করতে যাচ্ছেন বলে ঘটনার আগের দিন পুলিশকে খবর দেওয়া হয়েছিল। এর কিছুক্ষণ পর বন্দুকধারীর বাবাকে মৃত অবস্থায় পাওয়া যায়।
বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের একটি বক্তৃতায় অংশ নেওয়ার কথা ছিল বন্দুকধারীর। পরে পুলিশ ওই ভবনটি খালি করেন। গুলির খবর পাওয়ার কয়েক মিনিটের মধ্যেই পুলিশ এখানে চলে অঅসে বলে পৌঁছেছিল পুলিশ প্রেসিডেন্ট মার্টিন ভন্ড্রাসেক গণমাধ্যমকে বলেছেন।
ভন্ড্রাসেক বলেন, গত সপ্তাহে প্রাগের বাইরের একটি গ্রামের জঙ্গলে দুই মাস বয়সী মেয়ে শিশুসহ একজনকে গুলি করে হত্যার ঘটনা ঘটে। ওই ঘটনার সঙ্গে এই বন্দুকধারী জড়িত থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে।
বন্দুকধারীর মৃত্যুকে সম্ভাব্য আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে পুলিশ পাল্টা গুলি চালিয়ে তাকে হত্যা করেছে কিনা তাও কর্তৃপক্ষ তদন্ত করছে।
হোয়াইট হাউজ গুলির ঘটনায় নিন্দা জানিয়ে বলেছে, মার্কিন যুক্তরাষ্ট্র সহায়তা দিতে প্রস্তুত। ফ্রান্সের ইমানুয়েল ম্যাক্রোঁসহ ইউরোপীয় নেতারা তাদের সমর্থনের প্রস্তাব দিয়েছেন।


প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Comments: