- মিরাজের অধিনায়কত্বে বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড ঘোষণা
- ব্রাহ্মণবাড়িয়ার ৫ ওসিসহ আট পুলিশ কর্মকর্তা বদলি
- নিবন্ধন সম্পন্ন, ভোটার তালিকায় নাম উঠছে জোবাইদা রহমানের
- চার দিনের রিমান্ডে সাবেক সিইসি নূরুল হুদা
- আত্মাহুতি দিয়ে স্কাউটিংয়ের নজির বিশ্বের ইতিহাসে নেই: প্রধান উপদেষ্টা
- এইচএসসি পরীক্ষা: কেন্দ্রের ২০০ গজের মধ্যে প্রবেশ নিষেধ
- কাতার ও ইরাকে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান

ইমরান খানকে গ্রেপ্তারের পর পাকিস্তানজুড়ে বিক্ষোভ

সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেপ্তারের পর পাকিস্তানজুড়ে বিক্ষোভ চলছে। সহিংসতা ছড়িয়ে পড়ার আশঙ্কাও দেখা দিয়েছে। চলমান বিক্ষোভের মধ্যেই সমর্থকদের রাজধানী ইসলামাবাদে জড়ো হতে বলেছে ইমরান খানের দল পিটিআই। খবর এনডিটিভির।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) ইমরান খানের মুক্তি না হওয়া পর্যন্ত দেশব্যাপী বিক্ষোভ অব্যাহত থাকবে বলে উল্লেখ করেছে। দলটি বুধবার সকাল ৮টায় ইসলামাবাদ জুডিশিয়াল কমপ্লেক্সে জড়ো হওয়ার জন্য নেতা-কর্মী ও সমর্থকদের নির্দেশ দিয়েছে।
দলের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল বলঅ হয়, ‘দলীয় নেতৃত্বের কাছ থেকে গুরুত্বপূর্ণ নির্দেশনা: তেহরিক-ই-ইনসাফের সিনিয়র নেতৃত্ব এবং ইসলামাবাদের কর্মী ও সমর্থকরা সকাল ৮টায় ইসলামাবাদের জুডিশিয়াল কমপ্লেক্সে পৌঁছাবেন। ইমরান খানের মুক্তি না হওয়া পর্যন্ত দেশজুড়ে চলমান অবস্থান ধর্মঘট ও বিক্ষোভ অব্যাহত থাকবে।’
ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ইমরান খানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ, ধর্ম অবমাননা, সহিংসতাসহ অন্তত ১২১টি মামলা রয়েছে। এর মধ্যে বেশ কয়েকটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানাও জারি আছে। তবে গ্রেপ্তার এড়িয়ে আদালতে হাজির হয়ে একে একে এসব পরোয়ানা অকার্যকর করছিলেন ইমরান।
পরোয়নামূলে গ্রেপ্তার করতে না পেরে আগ্রাসী কর্মকাণ্ড করে বসে শাহবাজ সরকার। ইমরান দুটি মামলার শুনানিতে ইসলামাবাদ হাইকোর্টে গেলে আদালত প্রাঙ্গণ থেকে আধাসামরিক বাহিনী দিয়ে তাকে তুলে নেয়া হয়। পরে তাকে হেফাজতে নেয় জাতীয় জবাবদিহিতা ব্যুরো-ন্যাব।
ইমরানের সাবেক বিশেষ সহকারী সাইয়েদ জুলফিকার বুখারী বলেন, ‘ইমরান খানের গ্রেপ্তার কোনোভাবেই ন্যায়সঙ্গত নয়। তাকে যেভাবে গ্রেপ্তার করা হয়েছে, তা আইনের শাসনের পরিপন্থী।’
যে আইনে ইমরান খানকে গ্রেপ্তার করা হয়েছে, তা জামিন যোগ্য হওয়ায় আইনজীবীদের একটি অংশ মনে করছেন, সহজেই জামিন পেয়ে যাবেন ইমরান খান।


প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Comments: