ইন্টারনেট
হোম / আন্তর্জাতিক / বিস্তারিত
ADS

প্রয়োজনে অন্য দেশে ঢুকে জঙ্গি খতম করব: ভারতের প্রতিরক্ষামন্ত্রী

29 August 2021, 5:27:50

প্রয়োজনে অন্য দেশে ঢুকে জঙ্গি খতম করার হুশিয়ারি দিয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ।

তিনি বলেন, সন্ত্রাসবাদকে দেশ থেকে সমূলে উৎপাটন করার কাজ শুরু হয়েছে। দেশের নিরাপত্তার সঙ্গে কো‌নোভাবেই আপস করা হবে না। ভারতে সন্ত্রাস পাচার করে কেউ যদি শান্তি বিঘ্নিত করার চেষ্টা করে, তাদের ছেড়ে কথা বলা হবে না। প্রয়োজনে অন্য দেশে ঢুকে জঙ্গি খতম করব।

রোববার তামিলনাড়ুর ওয়েলিংটনে ডিফেন্স সার্ভিস স্টাফ কলেজের এক অনুষ্ঠানে তিনি এ হুশিয়ারি দেন। খবর আনন্দবাজার পত্রিকার।

পাকিস্তানের না করে রাজনাথ বলেন, “দু’বার যুদ্ধ‌ে হেরেছে। তারপরেও এক প্রতিবেশী দেশ ছায়াযুদ্ধ চালিয়ে যাচ্ছে। জঙ্গিদের প্রশিক্ষণ দিয়ে, অর্থ সাহায্য করে ভারতকে বারবার নিশানা করছে ওই প্রতিবেশী দেশ। সন্ত্রাস যেন তাদের রাষ্ট্রনীতির অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে গিয়েছে।

ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ বলেন,” সন্ত্রাসবাদ প্রসঙ্গে বলতে গিয়ে বালাকোটে সার্জিক্যাল স্ট্রাইকের উদাহরণও টেনে এনেছেন রাজনাথ।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: