- প্রবলবেগে ধেয়ে আসছে উজানের ঢল, রুদ্রমূর্তি তিস্তার
- আবারো স্বর্ণের নতুন দাম নির্ধারণ
- দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
- কাল শুরু ওয়ানডে বিশ্বকাপ, আজ থাকছে যেসব অনুষ্ঠান
- স্মার্ট বাংলাদেশের জন্য স্মার্ট সাংবাদিকতা জরুরি : ইংরেজি দৈনিক পিপল’স লাইফ উদ্বোধনে স্পিকার
- ইতালিতে ফ্লাইওভার থেকে বাস ছিটকে পড়ে শিশুসহ নিহত ২১
- ডিবি হেফাজতে আইনজীবীর সহকারীকে হত্যার অভিযোগ
- চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- দেশের পথে প্রধানমন্ত্রী
- মূল্যস্ফীতির হার বেড়েছে কমছে ক্রয়ক্ষমতা

পরিস্থিতির মারাত্মক অবনতি, জরুরি বৈঠকে মোদি

ভারতে ফের করোনা সংক্রমণ বাড়তে শুরু করায় সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বুধবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে বলে হিন্দুস্তান টাইমস জানিয়েছে।
ভারতে ফের করোনাভাইরাসের সংক্রমণ আশঙ্কাজনকহারে বাড়ছে। মহারাষ্ট্র ছাড়াও দক্ষিণের রাজ্যগুলোতেও ধীরে ধীরে আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে।
সামাজিক দূরত্ব ও মাস্ক পরার নিয়ম যাতে সবাই মেনে চলে, সেজন্য সব রাজ্যকে পুনরায় সতর্ক করবেন মোদি। মহারাষ্ট্রে লকডাউন এখন কার্যত সময়ের অপেক্ষা বলে মনে করা হচ্ছে।
টিকাদান কর্মসূচি শুরুর পর থেকে মুখ্যমন্ত্রীদের সঙ্গে এটিই হবে নরেন্দ্র মোদির প্রথম বৈঠক।
বুধবার দুপুরে এই ভার্চুয়াল বৈঠকে নতুন করে আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ার বিষয়টি নিয়ে আলোচনা হবে।
এছাড়া টিকাদান প্রক্রিয়া নিয়ে সরকারের পরবর্তী কৌশল কি হবে, সেটা নিয়েও কথা হবে।
দেশটিতে করোনায় দৈনিক মৃত্যু ১০০-এর নিচে নেমে এসেছিল। গত কয়েক দিনে তা ফের ১০০, কখনও ১৫০ ছাড়িয়ে যাচ্ছে। সংক্রমণ বৃদ্ধির জেরে দেশে সক্রিয় রোগীর সংখ্যাও রোজ বাড়ছে।


প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Comments: