ইন্টারনেট
হোম / আজকের রান্না / বিস্তারিত
ADS

চাপিলা মাছ ভুনা রান্নার রেসিপি

27 August 2024, 6:03:02

চাপিলা মাছ ভুনা রান্নার রেসিপিটা চলুন চট করে দেখে নেয়া যাক।

উপকরণ:
চাপিলা মাছ (৫০০ গ্রাম)
পেঁয়াজ কুচি (১ কাপ)
হলুদের গুড়া (২ চা চামচ)
মরিচের গুড়া (২ চা চামচ)
আদা বাটা (১ চা চামচ)
রসুন বাটা (১ চা চামচ)
কাঁচা মরিচ (৫-৬ টি)
লবন (স্বাদমতো)

রন্ধনপ্রণালী
প্রথমেই চাপিলা মাছের আইশ ছাড়িয়ে হালকা লবন আর হলুদ মেখে হালকা করে ভেজে নিন।

এবারে একটি পাত্রে তেল নিয়ে তাতে পেঁয়াজ কুচি দিয়ে দিন। পেঁয়াজ সামান্য নরম হয়ে এলে কাঁচা মরিচ বাদে বাকি সব মসলা দিয়ে ভালো করে কষাতে থাকুন। প্রয়োজনে সামান্য পানি দিন। এবারে এতে ভেজে রাখা চাপিলা মাছ দিয়ে দিন। ৫-৭ মিনিট রান্না করুন, নামানোর আগে আগে ফালি করে কাটা কাঁচা মরিচ দিয়ে দিন।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: