ইন্টারনেট
হোম / টিপস / বিস্তারিত
ADS

ঠোঁট শুকিয়ে ফেটে যাচ্ছে, ঘরোয়া উপায়ে সমাধান

20 November 2025, 5:40:44

শীতকালে বাতাসের আর্দ্রতা কমে যাওয়া ত্বক শুষ্ক হয়ে যায় যে কারণে ঠোঁট ফেটে যায়। নাকের নিচে থাকায় নিশ্বাসের গরম বাতাস সরাসরি লাগায় ঠোঁট ফেটে যায়।

ঠোঁট ফেটে যাওয়ার আরেকটি প্রধান কারণ হলো- ভিটামিন বি ও সি-এর অভাব। তাছাড়া ঠোঁট ভেজালে বা চাটলে তা আরও শুষ্ক হয়ে যায়, এটি একটি ক্ষতিকর বাজে অভ্যাস।

আজ আমরা জানার চেষ্টা করব ঘরোয়া কী উপায়ে এই সমস্যা দূর করা যায়-

রাতে ঘুমাতে যাওয়ার আগে ভালো করে ঠোঁটে ভেজলিন বা বোরোলিন মেখে নিন। একটু বেশি পরিমাণেই মেখে নিন। দেখবেন সকালে উঠে সমস্যা দূর হবে।

হাতে অল্প অলিভ অয়েল নিন। হালকা হাতে সেই অলিভ ওয়েল মাসাজ করুন। রাতে শোয়ার আগে কিংবা গোসল করার সময় এটা করলে দেখবেন উপকার পাবেন।

পকেটে বা ব্যাগে সব সময় ভেজলিন বা বোরোলিন রাখুন। প্রয়োজনে সারাদিন ধরে এটা ব্যবহার করুন। দেখবেন, এতে সমস্য়া মিটবে, ঠোঁট শুষ্ক হবে না।

শীতে ঠোঁট ফাটা এড়াতে প্রচুর পরিমানে পানি খান। শরীরে পানির ঘাটতি হলে এমন সমস্যা হতেই পারে। তাই যেকোনও ঋতুতে দিনে সাত থেকে আট গ্লাস পানি খাওয়া উচিত।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: