ইন্টারনেট
হোম / টিপস / বিস্তারিত
ADS

বাড়িতেই হেয়ার স্পা করার তিন নিয়ম

9 October 2025, 2:20:41

চুলের কোমলতা ধরে রাখার জন্য হেয়ার স্পা করা খুব জরুরি। পার্লারে গিয়ে স্পা করাতে না চাইলে ঘরেই প্রাকৃতিক উপাদান দিয়ে চুল স্পা করে নিন। তিনটি উপায় জানিয়ে দিচ্ছি।

নারকেলের দুধ

চুলের কোমলতা ফিরে পাওয়ার জন্য নারকেলের দুধ চুলে ব্যবহার করতে পারেন। এতে আছে ফ্যাটি অ্যাসিড, যা চুলের আর্দ্রতা জোগায়। নারকেলের দুধ না পেলে ডাবের শাঁস মিক্সিতে পেস্ট করে নিতে পারেন। ডাব অথবা নারকেল দুধের সঙ্গে ১ টেবিল চামচ কর্নফ্লাওয়ার, ১ টেবিল চামচ অলিভ অয়েল, ১ টেবিল চামচ ক্যাস্টর অয়েল মিশিয়ে নিন। ভালো করে ফেটিয়ে নেবেন। এই ক্রিম চুলে মেখে ১ ঘণ্টা বসে থাকুন। শ্যাম্পু করে নিলেই পেয়ে যাবেন নরম ও মসৃণ চুল।

অ্যালোভেরা ক্রিম
চুলেও কোমলতা ফিরিয়ে দিতে পারে অ্যালোভেরা। ২ টেবিল চামচ অ্যালোভেরা জেলের সঙ্গে ২ টেবিল চামচ নারকেল তেল, ২টি ভিটামিন ই ক্যাপসুলের নির্যাস ও ১ টেবিল চামচ মধু মিশিয়ে নিন। তৈরি হয়ে যাবে হেয়ার স্পায়ের ক্রিম। শ্যাম্পু করে আধা ভেজা চুলে এই হোমমেড ক্রিম লাগিয়ে নিন। ৪৫ মিনিট থেকে ১ ঘণ্টা অপেক্ষা করুন। তার পরে শ্যাম্পু করে নিলেই কাজ শেষ।

তিসি ও চালের হেয়ার ক্রিম
অল্প পানিতে ২ টেবিল চামচ তিসির বীজ এবং চাল ফুটিয়ে নিন। ঘন হয়ে গেলে নামিয়ে নিন। মিশ্রণটি ছেঁকে নিন। এতে পানিতে গুলিয়ে রাখা ১ টেবিল চামচ কর্নফ্লাওয়ার, ১ টেবিল চামচ নারকেল তেল একটি ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে নিন। মিশ্রণটা ভালো করে ফেটিয়ে নিন। তৈরি হেয়ার ক্রিম। এই ক্রিমও ১ ঘণ্টা চুলে মেখে বসে থাকতে হবে। বাড়িতে হেয়ার স্পা করলে গরম তোয়ালে চুলে মুড়ে রাখতে পারেন। এতে স্যালোঁর মতোই ফল পাবেন।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: