ইন্টারনেট
হোম / তথ্য-প্রযুক্তি / বিস্তারিত
ADS

মাইক্রোসফটে আসছে নতুন আপডেট

26 October 2023, 11:35:44

২০২০ সালে বিজ্ঞানীরা সিদ্ধান্ত নেন, জিনের ডাটা সংরক্ষণে আলফানিউমেরিক সিম্বলে বদল আনার। কারণ এক্সেলের একটি ফিচার ডাটাগুলোকে রিসেট করে দিচ্ছিল। এই সিকোয়েন্সের নামগুলোকে তারা তারিখ হিসেবে চিহ্নিত করে। সম্প্রতি মাইক্রোসফট নতুন আপডেট নিয়ে আসছে। অটোমেটিক কনভারসনের এই ফিচারের বিষয়টি ঠিক করতে কাজ শুরু করেছে মাইক্রোসফট।

এই ফিচারের কিছু সমস্যা রয়েছে। কারণ যখন অটোমেটিক কনভারসন হয় তখন সিম্বল বা নিউমেরিক ডাটায় পরিবর্তন এনে ফেলে। এই পরিবর্তন হয়তো অনেক সময় এত লক্ষ্যনীয় না। কিন্তু বৈজ্ঞানিক জার্নালে পাবলিশ করলে ও সামান্য ডাটা পরিবর্তনও অনেক বড় পার্থক্য গড়ে দেয়।

গত বছর কোম্পানিটি এক্সেলে ডাটাশিট যখন এমন পরিবর্তন করবে তখন যেন ব্যবহারকারীকে সতর্ক করে দেয় এমন একটি ফিচার যুক্ত করে। নতুন আপডেটের মাধ্যমে এই সমস্যার চিরতরে অবসান হবে বলে জানা গেছে।

সূত্র: দ্য ভার্জ

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: