- কবে মাঠে ফিরবেন তামিম, জানালেন চিকিৎসক
- ছুটিতে এটিএম সেবা সবসময় চালু রাখার নির্দেশ
- হান্নান মাসউদের ওপর হামলা, যে বার্তা দিলেন হাসনাত আব্দুল্লাহ
- রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনার পর ইউক্রেনের সঙ্গে বসবে যুক্তরাষ্ট্র
- স্বাধীন বাংলাদেশে এখনো ন্যায়সঙ্গত সমাজ প্রতিষ্ঠা সম্ভব হয়নি: প্রধান উপদেষ্টা
- চলন্ত বাসে ফের ডাকাতি, চালক-হেলপার আটক

অনুশীলনের সুযোগ সুবিধা নিয়ে সন্তুষ্ট তাসকিনরা

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল এখন নিউজিল্যান্ড সফরে রয়েছে। মূল সিরিজ শুরুর আগে এখন অনুশীলন ক্যাম্প করছে টাইগাররা। কুইন্সটাউনে সবুজে ঘেরা মনোরম পরিবেশে অনুশীলনের সুযোগ পেয়ে দারুণ খুশি বাংলাদেশ দলের খেলোয়াড়রা। শনিবার তিন টাইগার ক্রিকেটার নাঈম শেখ, তাসকিন আহমেদ ও আফিফ হোসেন বলেছেন, কুইন্সটাউনে অনুশীলনের সুযোগ সুবিধা নিয়ে খুবই সন্তুষ্ট তারা।
এদিন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও আপলোড করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই ভিডিওতে নাঈম শেখ বলেছেন, ‘ক্রাইস্টচার্চে কোয়ারেন্টাইনে থাকাকালে আমরা সাতদিন অনুশীলন করেছি, ওখানকার উইকেটের চেয়ে এখানকার (কুইন্সটাউনের) উইকেট কমফোর্টেবল মনে হয়েছে। আমি এখানে অনুশীলন উপভোগ করা চেষ্টা করতেছি। এখানে আমি আগেও এসেছে। এখানকার আবহাওয়া, সবকিছু আমার কাছে কমফোর্টেবল।’
তাসকিন আহমেদ বলেন, ‘১৪ দিনের কোয়ারেন্টাইন আমাদের জন্য ভিন্ন অভিজ্ঞতা ছিল। সেটা শেষ করে পরে আমরা ইতোমধ্যে দুইদিন অনুশীলন করেছি। এখানে প্র্যাকটিস ফ্যাসিলিটি অনেক সুন্দর। আজ আমাদের অফ ডে ছিল। টিমের সবাই আমরা অনেক মজা করলাম। খুব ভালো লাগছে। আশা করি, সামনেও ভালোই যাবে ইনশাআল্লাহ।’
আফিফ হোসেন বলেন, ‘কোয়ারেন্টাইনের পরে ভালো প্র্যাকটিস ফ্যাসিলিটি পেয়েছি আমরা। এটা আমাদের প্রস্তুতির ক্ষেত্রে অনেক সাহায্য করছে। এখানে আমরা যে ধরনের উইকেট ব্যাটিং করছি তা আমাদের জন্য ভালো প্রস্তুতি ভূমিকা রাখবে।’


প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Comments: