ইন্টারনেট
হোম / খেলাধুলা / বিস্তারিত
ADS

জুনে হচ্ছে না এশিয়া কাপ

19 May 2021, 9:43:36

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে শেষ পর্যন্ত এশিয়া কাপ স্থগিত করা হয়েছে। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী অ্যাশলে ডি সিলভা এ তথ্য জানিয়েছেন।

পাকিস্তানে এশিয়া কাপ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। পরে ভারতের আপত্তির কারণে শ্রীলঙ্কায় স্থানান্তর করা হয়। শেষবার ২০১৮ সালে ৫০ ওভারের ফরম্যাটে এশিয়া কাপ আয়োজন করলেও গত বছর করোনার কারণে পিছিয়ে এই বছরের জুনে আনা হয়। তবে এ বছরের জুনেও হচ্ছে এশিয়া কাপ।

একই সময়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবে বিরাট কোহলিরা। ফলে পূর্ণ শক্তির দল পাঠানোর সম্ভাবনা নেই বললেই চলে। এছাড়াও বিসিসিআই দ্বিতীয় সারির দল পাঠানোর চিন্তা করলেও শেষ পর্যন্ত শ্রীলঙ্কায় করোনার কারণে এই বছরের এশিয়া কাপ স্থগিত করা হয়েছে বলে জানান শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী (এসএলসি)।

এশিয়া কাপ ইস্যুতে তিনি বলেন, দেশের বর্তমান করোনা পরিস্থিতির কারণে এই বছরের জুনে এশিয়া কাপ আয়োজন সম্ভব নয়।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: