ইন্টারনেট
হোম / খেলাধুলা / বিস্তারিত
ADS

আজ শুরু হচ্ছে এশিয়া কাপ ও বিশ্বকাপের প্রস্তুতি ক্যাম্প

31 July 2023, 11:11:52

আগামী ৩০ আগস্ট থেকে মাঠে গড়াবে এবারের এশিয়া কাপ। এশিয়া কাপ ও বিশ্বকাপে চোখ রেখে বাংলাদেশ দলের প্রস্তুতি ক্যাম্প শুরু হচ্ছে আজ। এই ক্যাম্পে যোগ দেবেন জাতীয় দলের ক্রিকেটার ও ইমার্জিং এশিয়া কাপে আলো ছড়ানো খেলোয়াড়সহ মোট ৩২ জন ক্রিকেটার।

রোববার (৩০ জুলাই) দুপুরে মিরপুরে সংবাদমধ্যমে এই ক্যাম্পের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। এ সময় তার সঙ্গে ছিলেন বিসিবির অপর দুই নির্বাচক হাবিবুল বাশার সুমন ও আব্দুর রাজ্জাক। এসময় এই ক্যাম্প নিয়ে তারা জানান, শুরুতে ফিটনেস ও পরে খেলোয়াড়দের স্কিল ডেভোলপ নিয়ে কাজ করা হবে।

নান্নু বলেন, ‘আমাদের ফিটনেস ক্যাম্প শুরু হচ্ছে। ৩ তারিখে ইয়ো ইয়ো টেস্ট আছে। আমরা দেখতে চাচ্ছি খেলোয়াড়দের ফিটনেস লেভেলটা কোন পর্যায়ে আছে। আমরা ৩২ জন খেলোয়াড় তৈরি করেছি, ওরা ইয়ো ইয়ো টেস্ট করে যাবে। তারপর স্কিল শুরু হবে ৮ তারিখে।’

এদিকে এই ক্যাম্প চলাকালীনই ৫-৬ আগস্ট ২১-২২ সদস্যের আসন্ন এশিয়া কাপের জন্য প্রাথমিক স্কোয়াড ঘোষণা করা হবে বলে জানান প্রধান নির্বাচক। বলেন, ‘স্ট্যান্ডার্ডটা (ফিটনেস) তো দেখতে হবে। অনেকদিন হয়েছে প্রথম শ্রেণি, প্রিমিয়ার লিগ শেষ করেছে। অনেক লম্বা বিরতি। কেউ কেউ ইমার্জিং শেষ করেছে, কেউ টাইগার্স ক্যাম্পে ছিল। আমরা একটু দেখতে চাচ্ছি কে কোথায় আছে।’

তবে প্রাথমিক এই ক্যাম্পে টাইগার শিবিরে থাকছে না জাতীয় দলের বেশ কিছু অভিজ্ঞ খেলোয়াড়ররা। কারণ তামিম ইকবাল রয়েছেন চিকিৎসার জন্য লন্ডনে। সাকিব আল হাসান, তাওহীদ হৃদয় ও শরিফুল ইসলাম রয়েছেন লঙ্কান ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে দেশের বাইরে। তাই বলা চলে স্কিল ক্যাম্পেও তাদের থাকার সম্ভাবনা নেই। এছাড়া কানাডায় চলমান গ্লোবাল টি-টোয়েন্টিতে থাকার কারণে শুরুতে পাওয়া যাবে না লিটন দাস ও আফিফ হোসেনকেও। আগামী ৬ আগস্ট এই টুর্নামেন্ট শেষ করে তারা যোগ দেবেন স্কিল ক্যাম্পে।

অন্যদিকে অভিজ্ঞ খেলোয়াড়দের মত প্রস্তুতি ক্যাম্পের শুরুতে থাকবে না টাইগার কোচিং প্যানেলের অনেক সদস্যরাও। তবে তারা খেলোয়াড়দের সঙ্গে যোগ দিবেন স্কিল ক্যাম্প শুরু হওয়ার আগেই। এ প্রসঙ্গে নির্বাচক বলেন, ‘আমাদের কোচিং প্যানেলে স্কিল কোচ যারা আছেন, চন্ডিকা হাথুরুসিংহেসহ তারা সবাই ৮ তারিখের মধ্যে চলে আসবেন। মানে স্কিল ক্যাম্পের শুরু থেকেই তারা থাকবেন।’

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: