ইন্টারনেট
হোম / খেলাধুলা / বিস্তারিত
ADS

বোর্ডের সঙ্গে আমার মিটিংয়ের ওপর অনেক কিছু নির্ভর করছে: তামিম

20 July 2023, 6:54:47

আন্তর্জাতিক ক্রিকেট থেকে হঠাৎ করেই অবসরের ঘোষণা দিয়েছিলেন তামিম ইকবাল। এর একদিন পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে অবসর ভেঙেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। সেইসঙ্গে তামিমকে দেড় মাসের ছুটি দেন প্রধানমন্ত্রী। পরিবারের সঙ্গে দুবাইয়ে যাচ্ছেন তামিম। এরপর সেখান থেকে চিকিৎসার জন্য ইংল্যান্ডে যাবে এই ওপেনার।

চিকিৎসা শেষে দেশে ফেরার পর এশিয়া কাপের দলে যোগ দেওয়ার কথা রয়েছে তামিমের। তবে ক্রিকেট বোর্ডের সঙ্গে তার মিটিংয়ের ওপর অনেক কিছু নির্ভর করছে বলে জানিয়েছেন তামিম।

দেশের একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ওয়ানডে দলের অধিনায়ক বলেন, ‘কয়েকদিনের জন্য দুবাই যাব। এরপর লন্ডনে যাব চিকিৎসক দেখাতে। পরে দেশে ফিরে বোর্ডের ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধানের (জালাল ইউনুস) সঙ্গে বসব, যিনি আমার সরাসরি বস। উনার সঙ্গে বসে খুব খোলামেলা ও পরিষ্কার আলোচনা করতে চাই যে, কেন অবসর নিয়েছিলাম, আমার মাথায় কী চলছিল, গত ৬-৮ মাস ধরে আমি কেমন অনুভব করছি এবং কেন শেষ পর্যন্ত এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিলাম।’

শুধুমাত্র বোর্ডের সঙ্গে কথা বলতে চান উল্লেখ করে তামিম আরও বলেন, ‘ক্রিকেট বোর্ডের সামনেই খোলামেলাভাবে বলতে চাই। কারণ, আমাদের এখানে বিস্ময়করভাবে কিছু অপেশাদার জিনিস চলে। পেশাদারিত্ব নিয়ে অনেক কথা হয় আমাদের দেশে, কিন্তু কিছুই গোপন থাকে না। একটা জায়গায় অন্তত সীমানা থাকা উচিত, যেটি ছাড়িয়ে কারও কথা বলা উচিত নয়।’

তিনি আরও বলেন, ‘অতীতে এরকম হয়েছে যে, ব্যক্তিগত কিছু হয়তো বোর্ডের সঙ্গে শেয়ার করেছি, তা মিডিয়ায় চলে এসেছে। শুধু আমার ব্যাপারই নয়, অনেক কিছুই মিডিয়ায় চলে আসে। যা খুব ভালো কিছু নয়। সেটা শুধু আমাদের কথা নয়, বোর্ডের অনেক কিছুও। এতে দেখা যায়, ক্রিকেটাররা কিংবা বোর্ড অফিসিয়ালরা অস্বস্তিতে থাকে। মন খুলে কথা বললে টেনশনে থাকতে হয় যে, প্রকাশ হয়ে যেতে পারে।’

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: