ইন্টারনেট
হোম / খেলাধুলা / বিস্তারিত
ADS

শেষ দিকে নিয়ন্ত্রিত বোলিংয়ের পরও বাংলাদেশের লক্ষ্য ৩৩২

8 July 2023, 6:34:22

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে রয়েছে বাংলাদেশ। সিরিজে টিকে থাকতে হলে আজ দ্বিতীয় ওয়ানডেতে জয়ের বিকল্প নেই টাইগারদের। তবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজকের ম্যাচে জিততে হলে বাংলাদেশকে করতে হবে ৩৩২ রান। টসে হেরে আগে ব্যাট করতে নেমে আফগানরা সংগ্রহ করেছে ৯ উইকেটে ৩৩১ রান।

শেষ দিকে নিয়ন্ত্রিত বোলিং করেছে টাইগাররা। প্রথম ৩৬ ওভারে কোনো উইকেট শিকার করতে পারেনি বাংলাদেশ, রান দিয়েছে ২৫৬। তবে শেষ ১৪ ওভারে ৭৫ রান দিয়ে তুলে নিয়েছে ৯ উইকেট।

ভারপ্রাপ্ত অধিনায়কের এই সিদ্ধান্তটি ভুল প্রমাণ করেন আফগান ওপেনাররা। রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান ওপেনিং জুটিতে তুলেন ২৫৬ রান। রহমানুল্লাহ গুরবাজ খেলেন ১২৫ বলে ১৪৫ রানের ইনিংস। ৩৭তম ওভারের প্রথম বলে গুরবাজকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন সাকিব আল হাসান।

গুরবাজের বিদায়ের পর দ্রুত আরো তিন উইকেট তুলে নেয় বাংলাদেশের বোলাররা। রহমত শাহ ও অধিনায়ক হাশমতউল্লাহ শহীদি দুজনই আউট হন ২ রান করে। নাজিবউল্লাহ জাদরানের ব্যাট থেকে আসে ১০ রান।
তিন অঙ্কের ঘরে পৌঁছেন অপর ওপেনার ইব্রাহিম জারদানও। ওয়ানতে এটি ইব্রাহিমের চতুর্থ শতক।

শতকের পর পরই অবশ্য আউট হয়ে যান ইব্রাহিম। ১১৯ বলে ১০০ রান করে মুস্তাফিজুর রহমানের শিকারে পরিণত হন তিনি। শেষ দিকে মোহাম্মদ নবীর ১৫ বলে অপরাজিত ২৫ রানের কল্যাণে ৫০ ওভারে ৩৩১ রানের স্কোর পায় আফগানরা।
বাংলাদেশের পক্ষে দুটি করে উইকেট পেয়েছেন মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ। এবাদত হোসেনের শিকার এক উইকেট।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: