- যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞায় ‘চাপ’ দেখছে না আওয়ামী লীগ
- বাংলাদেশে যাদের ওপর যুক্তরাষ্ট্রের ভিসানীতি প্রয়োগ শুরু করলো
- ফরিদপুরে পেঁয়াজের বাজারে অভিযান, তিন প্রতিষ্ঠানকে জরিমানা
- স্ত্রীর স্বীকৃতির দাবিতে উপজেলা চেয়ারম্যানের বাড়িতে কৃষি কর্মকর্তা
- বাংলাদেশ ভারত বাণিজ্য রুপিতে লেনদেনের অনুমতি পেল আরও ২ ব্যাংক
- নিউজিল্যান্ডের বিপক্ষে আজকের ম্যাচে টাইগারদের সম্ভাব্য একাদশ
- বাংলাদেশের অগ্রাধিকার রোহিঙ্গাদের প্রত্যাবাসন: মার্কিন আন্ডার সেক্রেটারিকে প্রধানমন্ত্রী
- নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া
- যুদ্ধের পথ পরিহার করে শান্তি, সমৃদ্ধির জন্য কাজ করুন: জাতিসংঘে প্রধানমন্ত্রী
- নিউজিল্যান্ডকে ২৫৪ রানে থামাল বাংলাদেশ

আরও ম্যাচ বাড়তে পারে আইপিএলে

সব কিছু ঠিকঠাক থাকলে আগামী মৌসুম থেকে বাড়তে পারে আইপিএলের ম্যাচের সংখ্যা। এবারের আসরে পাঁচবারের মত ট্রফি জিতেছে চেন্নাই সুপার কিংস। মাসব্যাপী এই টুর্নামেন্টে ৭৪টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
তবে ভবিষ্যতে টুর্নামেন্টের ম্যাচসংখ্যা আরও বাড়তে পারে বলে মন্তব্য করেছেন আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমল। একইসঙ্গে বিভিন্ন দেশের টি-টোয়েন্টি লিগের জন্য শুভকামনাও জানান তিনি।
আইপিএলের সাফল্যের কথা উল্লেখ করে চেয়ারম্যান অরুণ ধুমল বলছেন, ‘আমরা অন্য কোনো লিগকে আমাদের প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখছি না। এমন কি অন্য কোনো লিগ আইপিএলের ধারেকাছেও আসে না। যেসব দেশ নিজেদের টি-২০ লিগ শুরু করেছে, তাদের জন্য আমাদের শুভেচ্ছা রইল। তবে অন্য কোনো লিগ আইপিএলের জন্য ভয়ের কারণ হয়ে উঠতে পারে বলে আমি মনে করি না।’
রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তিনি আরও বলেন, আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার ক্যালেন্ডার অনুযায়ী যদি আরও বড় উইন্ডো পাওয়া যায়, তবে অদূর ভবিষ্যতে আইপিএল আরও বড় রূপ নিতে পারে। এই মুহর্তে ১০ দলের টুর্নামেন্টে ফাইনাল এবং প্লে-অফ মিলিয়ে মোট ৭৪টি ম্যাচ খেলা হয়। ভবিষ্যতে ১০ দলের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেই ৯৪টি ম্যাচ আয়োজিত হতে পারে। অর্থাৎ, বর্তমান ফরম্যাটের চেয়ে আরও ২০টি ম্যাচ বেশি খেলা হতে পারে আইপিএলে।
উল্লেখ্য, ২০০৮ সালে প্রথম ফ্র্যাঞ্চাইজি আসর হিসেবে যাত্রা শুরু করে আইপিএল। এরপর বাংলাদেশ, অস্ট্রেলিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজসহ বেশকিছু দেশও ঘরোয়া টি-২০ লিগ চালু করে। যদিও ক্রিকেটারদের পারিশ্রমিক, পুরস্কার মূল্য অথবা ব্র্যান্ড ভ্যালুতে আইপিএলের ধারেকাছেও নেই এসব লিগ। সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতও বহু অর্থ খরচ করে টি-২০ লিগ শুরু করেছে। দক্ষিণ আফ্রিকায় এবং আমেরিকাও চালু করেছে নতুন টি-২০ টুর্নামেন্ট।


প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Comments: