ইন্টারনেট
হোম / খেলাধুলা / বিস্তারিত
ADS

‘পারফর্ম না করলে হাথুরুসিংহে সিনিয়রদেরও দলে রাখবেন না’

25 February 2023, 7:08:00

প্রথমবার দায়িত্ব বাংলাদেশের দায়িত্ব নিয়ে দলকে বেশ সাফল্য এনে দিয়েছিলেন চন্ডিকা হাথুরুসিংহে। সাফল্য এনে দিলেও বিতর্কও সঙ্গী হয় তার। দলের সিনিয়র ক্রিকেটারদের তোয়াক্কা করতেন না হাথুরু। দ্বিতীয়বারের মত বাংলাদেশ দলের দায়িত্ব নিয়েছেন এই লঙ্কান কোচ। জাতীয় দলে টিকে থাকতে পারফর্ম করতে হবে। তা না হলে হাথুরুসিংহে সিনিয়রদেরও দলে রাখবেন না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে দেওয়া সাক্ষাৎকারে হাথুরুসিংহে সিনিয়দের ম্যানেজ করতে পারবে কিনা এমন প্রশ্নে পাপন বলেন, ‘আমি মনে করি এটা কঠিন হবে। এমনকি ডমিঙ্গোর সিনিয়রদের সঙ্গে সমস্যা ছিল এবং এক পর্যায়ে তিনি হাল ছেড়ে দিয়েছিলেন এবং আপনি যদি হাল ছেড়ে দেন তবে এটি আমাদের উপকারে আসবে না। আমি এবার প্রেসিডেন্ট হতে চাইনি কারণ আমি জানি এবারও আমাকে কিছু কঠোর সিদ্ধান্ত নিতে হবে যেমনটা আমি আমার প্রথম মেয়াদে নিয়েছিলাম।’
তিনি আরও বলেন, ‘আমাদের খেলোয়াড়দের সমস্যা হল তারা নিজেদের ভবিষ্যৎ সম্পর্কে আমাদের কিছুই বলছে না। হাথুরুসিংহের জন্য এটা একটা বড় চ্যালেঞ্জ হবে (তার জন্য এবং সিনিয়রদের জন্যও) কারণ আমি একটা জিনিস জানি যে একজন সিনিয়র যদি পারফর্ম না করে, হাথুরুসিংহে তাকে দলে রাখবে না।’

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: