ইন্টারনেট
হোম / খেলাধুলা / বিস্তারিত
ADS

রংপুরকে হারিয়ে দ্বিতীয় হলো কুমিল্লা

10 February 2023, 6:33:07

রংপুর রাইডার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স আগেই প্লে-অফ নিশ্চিত করে। শুক্রবার গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে মুখোমুখি হয় দুই দল। সেই লড়াইয়ে রংপুরকে ৭০ রানে হারিয়ে দ্বিতীয় হলো কুমিল্লা।

এদিন মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জয়ের মধ্য দিয়ে রোববার প্রথম কোয়ালিফায়ারে পয়েন্ট টেবিলের শীর্ষ দল মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বাধীন সিলেট সিক্সার্সকে প্রতিপক্ষ হিসেবে পেল কুমিল্লা।

একই দিনে রংপুর খেলবে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বরিশালের বিপক্ষে এলিমিনেটর ম্যাচে। সেই খেলায় যারা হারবে তারা বিদায় নেবে।

তবে যারা জিততে তারা সিলেট-কুমিল্লার মধ্যকার প্রথম কোয়ালিফায়ারে হেরে যাওয়া দলের বিপক্ষে দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলবে। সেই ম্যাচে যারা জিতবে তারা প্রথম কোয়ালিফায়ারে জিতে ফাইনালে ওঠা দলের সঙ্গে ট্রফির লড়াইয়ে অংশ নেবে ১৬ ফেব্রুয়ারি।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: